প্রখ্যাত চিত্রশিল্পী অন্নদাপ্রসাদ বাগচি চব্বিশ পরগনার শিখবরালি গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন চন্দ্রকান্ত বাগচি। ১৮৬৫ খ্রিস্টাব্দে অন্নদাপ্রসাদ স্কুল অব ইন্ডাস্ট্রিয়াল আর্টস-এর এনগ্রেভিং ক্লাসে ভরতি হন। পরবর্তী সময়ে তিনি পাশ্চাত্যরীতির চিত্রাঙ্কনবিদ্যা চর্চা করেন। কর্মজীবনের প্রথম পর্বে অন্নদাপ্রসাদ স্কুল অব ইন্ডাস্ট্রিয়াল আর্টসে শিক্ষক হিসেবে যােগ দেন এবং পরে ওই প্রতিষ্ঠানেই প্রধান শিক্ষক হন। পাশ্চাত্যরীতিতে প্রতিকৃতি অঙ্কন করে তিনি প্রভূত সুনাম অর্জন করেন। তাঁর আঁকা বহু মনীষীর প্রতিকৃতি উচ্চ প্রশংসিত হয়। তিনি শিল্প-বিষয়ক প্রথম বাংলা পত্রিকা শিল্পপুঞ্জলি ১২৯২ বঙ্গাব্দ) প্রকাশের অন্যতম উদ্যোক্তা ছিলেন।

কলকাতায় ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গীয় কলাসংসদ স্থাপিত হলে তিনি তার সভাপতি নির্বাচিত হন। রাজা রাজেন্দ্রলাল মিত্রের লেখা দি অ্যান্টিকুইটিজ অব ওড়িশা এবং বুদ্ধ গয়া শীর্ষক বই দুটিতে তার আঁকা ছবি রয়েছে। ১৮৭৮ খ্রিস্টাব্দে তিনি আর্ট স্টুডিয়াে প্রতিষ্ঠায় উল্লেখযােগ্য ভূমিকা গ্রহণ করেন। এই স্টুডিয়াে থেকে লিথোগ্রাফি পদ্ধতিতে ছাপা পৌরাণিক বিষয়ক বহু চিত্র প্রকাশিত হয়। শিল্পী অন্নদাপ্রসাদ এই স্টুডিয়ােকে কেন্দ্র করে নিজের আদর্শে বহু তরুণ শিল্পী গড়ে তােলেন।

বাঙালির চিত্রকলা চর্চার ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলােচনা করাে। 

বাংলার চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে। 

অথবা, চিত্রকলাচর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর স্থান নিরূপণ করাে। 

বাঙালির চিত্রকলা চর্চার ধারায় চিত্রশিল্পী হিসেবে গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলােচনা করাে। 

বাঙালির চিত্রকলা চর্চার ধারায় যামিনী রায়ের ভূমিকা কতখানি তা বুঝিয়ে দাও। 

বাঙালির চিত্রকলা চর্চার ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের বৈশিষ্ট্য ও স্বাত্ত্র্য আলােচনা করাে। 

বাংলা চিত্রকলা চর্চার ধারায় অসিতকুমার হালদারের অবদান আলােচনা করাে। 

বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলােচনা করাে। 

অথবা, বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান ও স্বকীয়তা বিষয়ে সংক্ষিপ্ত আলােচনা করাে। 

বাঙালির চিত্রকলা চর্চার ধারায় বিনােদবিহারী মুখােপাধ্যায়ের অবদান আলােচনা করাে। 

চিত্রশিল্পী হেমেন মজুমদারের চিত্রকলার পরিচয় দাও। 

বাংলা চিত্রকলা চর্চার ইতিহাসে জয়নুল আবেদিনের অবদান আলােচনা করাে। 

বাংলা চিত্রকলা চর্চার ইতিহাসে চিত্তপ্রসাদ ভট্টাচার্যের অবদান আলােচনা করাে। 

বাংলা পটচিত্রের ইতিহাসে কালীঘাটের পটের গুরুত্ব ও অবস্থানটি নির্দেশ করাে। 

Bangla সব প্রশ্ন উত্তর (দ্বাদশ শ্রেণীর)