অবনীন্দ্রনাথ নন্দলালের স্নেহধন্য শান্তিনিকেতনের আবহাওয়ায় লালিত এক মহান শিল্পী ছিলেন বিনােদবিহারী মুখােপাধ্যায়। ১৯১৯ খ্রিস্টাব্দে তিনি শান্তিনিকেতনের কলাভবনে ভরতি হন।
১৯২৫ খ্রিস্টাব্দে বিনােদবিহারী কলাভবনের শিক্ষক এবং সেইসঙ্গে সেখানকার ছােটো মিউজিয়ামের কিউরেটর ও লাইব্রেরিয়ান হন। টেমপেরা তার প্রিয় মাধ্যম হলেও তেলরং ও মুরালেও তিনি ছিলেন পারদর্শী। ভারতীয় শিল্পকলায় জাপানি ভাবধারা আনয়নে তিনি ছিলেন পথিকৃৎ। তাঁর শিল্পপ্রতিভার কিছু নিদর্শন শান্তিনিকেতনের কলাভবন ও হিন্দিভবনের ফ্রেসকোগুলিতে ছড়িয়ে রয়েছে। নেপাল সরকারের অনুরােধে ওই দেশের শিক্ষাবিভাগের উপদেষ্টার দায়িত্ব নেন বিনােদবিহারী। তিনি পরে বেশ কিছুকাল নেপালের সরকারি মিউজিয়ামের কিউরেটরও ছিলেন। দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসায় ১৯৫৬ খ্রিস্টাব্দে অপারেশন করাতে গিয়ে তিনি সম্পূর্ণ দৃষ্টিহীন হয়ে পড়েন।
১৯৫৮ খ্রিস্টাব্দে বিনােদবিহারী কলাভবনে ফিরে কিছুকাল সেখানে অধ্যাপনা করার পরে সেখানকার অধ্যক্ষ হন। ১৯৭৩ খ্রিস্টাব্দে তিনি এমেরিটাস অধ্যাপক হিসেবে কিছুদিন কলাভবনের সঙ্গে যুক্ত ছিলেন। দৃষ্টিশক্তি হারিয়ে ফেলার পরেও বিনােদবিহারী ছবি এঁকেছেন, ভাস্কর্য করিয়েছেন, কাগজ কেটে ছবি বসিয়েছেন এবং টালি দিয়ে অজস্র মুরালের কাজ করেছেন। চিত্র সমালােচক এবং লেখক হিসেবেও তিনি খ্যাতি অর্জন করেন। তাঁর চিত্রকর গ্রন্থটি বিখ্যাত, কর্তাবাবা তার আত্মজীবনীমূলক রচনা। তিনি পদ্মভূষণ (১৯৭৪) ও বিশ্বভারতীর ‘দেশিকোত্তম’ উপাধিতে ভূষিত হয়েছিলেন।
চিত্রশিল্পী হেমেন মজুমদারের চিত্রকলার পরিচয় দাও।
বাংলা চিত্রকলা চর্চার ইতিহাসে জয়নুল আবেদিনের অবদান আলােচনা করাে।
বাংলা চিত্রকলা চর্চার ইতিহাসে চিত্তপ্রসাদ ভট্টাচার্যের অবদান আলােচনা করাে।
বাংলা পটচিত্রের ইতিহাসে কালীঘাটের পটের গুরুত্ব ও অবস্থানটি নির্দেশ করাে।
বাংলা চিত্রকলার ধারায় পুথির পাটাচিত্র ও তার বিভিন্ন ঘরানার পরিচয় দাও।
বাংলার লােকচিত্রকলার ইতিহাসে দশাবতার তাসের অবস্থান ও গুরুত্ব নির্ণয় করাে।
বাংলা লােকচিত্রকলার ইতিহাসে দেয়ালচিত্রের গুরুত্ব নির্ণয় করাে।
নীচের বিষয়গুলি সংক্ষেপে আলােচনা করাে : ফ্রেসকো, রিলিফ।
নীচের বিষয়গুলি সংক্ষেপে আলােচনা করাে: কঁাথ, পিণ্ডা।
পটচিত্রের ইতিহাসটি সংক্ষেপে আলােচনা করাে।
কালীঘাটের পটের বিষয়বৈচিত্র্য সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে।
পট শব্দটির অর্থ কী? বাংলার লােকশিল্প হিসেবে পটশিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও।
Leave a comment