সংস্কৃত ভাগবতপুরাণ অবলম্বনে বাংলায় প্রথম কাব্য রচনা করেন মালাধর বসু। তিনি ছিলেন চৈতন্যপূর্বযুগের (পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধের) কবি। বর্ধমান জেলার কুলীন গ্রামের কায়স্থ বংশীয় ভগীরথ বসু ও ইন্দুমতী দেবীর সন্তান কবি মালাধর বসু। মালাধর বসু তাঁর কাব্যের নাম দিয়েছিলেন ‘শ্রীকৃষ্ণবিজয়’। এই কাব্যটি ১৪৭৩ থেকে ১৪৮০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়। শুধুমাত্র দশম ও একাদশ স্কন্দ অবলম্বনে রচিত কাব্যে ভাগবতের তত্ত্বগত দিকটি কিছুটা খর্ব হয়েছে, কারণ কবি কাহিনির প্রতি আলােকপাত করেছেন বেশি। তিনি কৃষ্ণকথা বর্ণনা করেছেন বাঙালির জীবন-স্বভাবের সঙ্গে সংগতি রেখেই। শ্ৰীকৃষ্ণবিজয় কাব্যে শ্রীকৃষ্ণের মাধুর্যভাব অপেক্ষা ঐশ্বর্যভাবই বেশি প্রকাশিত হয়েছে। সহজসরল এবং হৃদয়স্পর্শী ভাষায় মালাধর বসু তাঁর কবিত্বশক্তিকে উজাড় করে দিয়েছেন এই কাব্যে। স্বয়ং চৈতন্যদেব এই কাব্যটির খুব প্রশংসা করতেন বলে বৈয়ব সমাজে মালাধর বসুর ‘শ্রীকৃষ্ণবিজয়’ বিশেষ সমাদর লাভ করে। (কবি মালাধরের কবিত্বে মুগ্ধ হয়ে গৌড়েশ্বর তাঁকে গুণরাজ খান উপাধি দেন- “গৌড়েশ্বর দিলা নাম গুণরাজখান।”

চৈতন্য-পরবর্তী যুগে ‘ভাগবত’ অনুবাদের ধারায় একটি উল্লেখযােগ্য কাব্য হল দ্বিজমাধবের ‘শ্রীকৃষ্ণমঙ্গল’। কাব্যে দ্বিজমাধব নৌকালীলা, দানলীলা প্রভৃতি লৌকিক কাহিনিকে যেমন গ্রহণ করেছেন, অন্যদিকে তেমনি ভাগবত বহির্ভূত রাধাকেও কৃয়ের পাশে উপস্থাপন করেছেন।

বাংলায় ‘ভাগবত’ অনুবাদের ধারায় উল্লেখযােগ্য কয়েকজন হলেন কৃষ্ণদাস, কবিশেখর দৈবকীনন্দন, দ্বিজ পরশুরাম, বলরাম দাস প্রমুখ।

অন্নদামঙ্গল: কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার কবি ভারতচন্দ্রের বিখ্যাত কাব্যগ্রন্থটির নাম অন্নদামঙ্গল। এই কাব্যের রচনাকাল ১৬৭৪ শকাব্দ বা ১৭৫২- ৫৩ খ্রিস্টাব্দ। এটি বাংলা সাহিত্যে মঙ্গলকাব্য ধারার অপ্রধান শাখার অন্যতম গ্রন্থ।

ভারতচন্দ্রের জীবনকথা: হুগলির ভুরশুট পরগনার অন্তর্গত পেঁড়াে গ্রামে (বর্তমানে গ্রামটি হাওড়া জেলার অধীনে) আনুমানিক ১৭১২ খ্রিস্টাব্দে ভারতচন্দ্র জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম নরেন্দ্রনারায়ণ রায়, মায়ের নাম ভবানী। বর্ধমানের রাজার সঙ্গে বাবার বিবাদের কারণে বালক ভারতচন্দ্রকে আশ্রয় নিতে হয় মামার বাড়িতে। সেখানে থাকাকালীন তিনি সংস্কৃত শিক্ষা পান। তারপর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে রামচন্দ্র মুনসির আশ্রয়ে থেকে শেখেন ফারসি ভাষা। তাঁর প্রথমজীবন কাটে নানা বাধা বিপত্তির মধ্যে আর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়ে। অবশেষে ফরাসডাঙার দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরীর মধ্যস্থতায় তিনি রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি নিযুক্ত হন। কৃষ্ণচন্দ্র তাঁকে ইজারা হিসেবে মূলাজোড় নামে একটি গ্রাম দান করেন। তাঁর বহুমুখী প্রতিভা এবং মূলত ‘অন্নদামঙ্গল’ কাব্য রচনার জন্য রাজা কৃষ্ণচন্দ্র তাঁকে ‘রায়গুণাকর’ উপাধিতে ভূষিত করেন। ১৭৬০ খ্রিস্টাব্দে বহুমূত্র রােগে আক্রান্ত হয়ে মাত্র ৪৮ বছর বয়সে ভারতচন্দ্রের জীবনাবসান ঘটে।

অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্রের রচনাবলির মধ্যে আছে সত্যপীরের পাঁচালি’, ‘অন্নদামঙ্গল’, ‘রসমঞ্জরী, নাগাষ্টক’, ‘চণ্ডীনাটক’ প্রভৃতি। তবে তার প্রতিভার যথার্থ পরিচয় পাওয়া যায় অন্নদামঙ্গল কাব্যে। অন্নদামঙ্গল কাব্যের প্রথম অংশ অন্নদামঙ্গল’, দ্বিতীয় অংশ বিদ্যাসুন্দর বা ‘কালিকামঙ্গল’ এবং তৃতীয় অংশ ‘মানসিংহ’ বা ‘অন্নপূর্ণামঙ্গল’। এই কাব্যে মঙ্গলকাব্যের কাঠামাে অনুসরণ করা হলেও মধ্যযুগীয় মঙ্গলকাব্যের ধারা থেকে এ কাব্য অনেকখানি আলাদা। পৃষ্ঠপােষক রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে রচিত কাব্যটিতে দৈবী মহিমার কথা থাকলেও দেবদেবী অপেক্ষা মানুষের কথাই প্রাধান্য পেয়েছে এখানে। শিব, অন্নপূর্ণা প্রভৃতি চরিত্রে পৌরাণিক ঐতিহ্য তেমনভাবে রক্ষিতও হয়নি। তৎসম শব্দের সঙ্গে তিনি অনায়াসে ফারসি, হিন্দি ও দেশি শব্দ ব্যবহার করেছেন তাঁর কাব্যে। যেহেতু ভারতচন্দ্র ছিলেন নাগরিক কবি, তাই তাঁর কাব্য রঙ্গব্যঙ্গ, বুদ্ধির তীক্ষ্ণতা এবং কৌতুকের ছটায় ঝলমলে। নানান অলংকার ও ছন্দের প্রয়ােগে তিনি অদ্বিতীয়। ভারতচন্দ্র তাঁর কাব্যে প্রচলিত পয়ার-ত্রিপদী ছাড়াও নানান সংস্কৃত ও লৌকিক ছড়ার ছন্দকে অসাধারণ নৈপুণ্যের সঙ্গে ব্যবহার করেছেন। তাঁর বহু উক্তিই প্রায় প্রবাদে পরিণত হয়েছে, যেমন—“সে কহে বিস্তর মিছা যে কহে বিস্তর।” সংগত কারণেই অন্নদামঙ্গল-এর স্রষ্টা ভারতচন্দ্রকে তাঁর সমকালের শ্রেষ্ঠ কবির স্বীকৃতি দেওয়া হয়।

মঙ্গলকাব্যের নামকরণ: মধ্যযুগে ত্রয়ােদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দীর কবি ভারতচন্দ্র পর্যন্ত রচিত যেসব আখ্যানকাব্যে হিন্দু দেবদেবীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে এবং যেসব কাব্য পড়লে বা শুনলে মানুষের মঙ্গল হয় বলে মনে করা হয়, সেসব কাব্যকেই বলা হয় মঙ্গলকাব্য। মঙ্গলকাব্যের এরূপ নামকরণের কারণ হিসেবে বিভিন্ন মত প্রচলিত। সেগুলির মধ্যে অন্যতম প্রধান মত হল এই ধরনের কাব্যগুলি এক মঙ্গলবারে পাঠ করা শুরু হত এবং পরবর্তী মঙ্গলবারে সে পাঠ সমাপ্ত হত। অন্য মত অনুযায়ী, দেবদেবীর মাহাত্ম্য প্রচারক এই আখ্যান কাব্যগুলি ‘মঙ্গল’ উপরাগে গাওয়া হত বলেই সেগুলিকে মঙ্গলকাব্য বলা হয়। আবার কারও কারও মতে, ‘মঙ্গল’ নামক অসুর নিধনের উৎসব উপলক্ষ্যে এই কাব্য গাওয়া হত বলে মঙ্গলকাব্য নামটি এসেছে।

মঙ্গলকাব্য রচনার সামাজিক কারণ: তুর্কি আক্রমণের ফলশ্রুতিতে মুসলমান শাসকদের অত্যাচার এবং তার ফলে তৈরি হওয়া নিরাপত্তাহীনতা উচ্চবর্ণের হিন্দুদের নিম্নবর্ণীয় মানুষের অনেক কাছে এনে দেয়। এভাবেই বাংলাদেশে পৌরাণিক ও লৌকিক ধারার সমন্বয়ের ফলে বাংলার লৌকিক দেবদেবীদের নিয়ে বাঙালি কবিগণ দেববন্দনার এক নতুন ধারার কাহিনিকাব্য রচনায় ব্রতী হন। মঙ্গলকাব্য এই প্রক্রিয়ারই ফসল।

“প্রাণকে প্রাণ দিয়ে জাগিয়ে দিয়ে যাও” -কে, কার উদ্দেশ্যে এই প্রার্থনা করেছে? কেন এই প্রার্থনা করেছে?

“সে কি গর্ভের মধ্যেও কাজ করে?” -কে, কোন প্রসঙ্গে বলেছেন? গর্ভের মধ্যে কী কাজ করে? তার কী প্রমাণ মেলে?

“ওঁকে অচলায়তনের ভূতে পেয়েছে” -কার সম্বন্ধে একথা কে বলেছে? অচলায়তনের ভূত কী? কীভাবে তাকে ভূতে ধরেছে?

মহাপঞ্চকের সঙ্গে আচার্য অদীনপুণ্যের বিরােধ বাধল কেন? কে, কোথায় অদীনপুণ্যের নির্বাসন দিলেন?

“শুনেছি অচলায়তনে কারা সব লড়াই করতে এসেছে।” -শিক্ষায়তন কীভাবে অচলায়তনে পরিণত হয়েছিল? সেখানে কারা লড়াই করতে এসেছিল এবং কেন?

নৃতাত্ত্বিক পর্যায় কাকে বলে? কীসের ভিত্তিতে নৃতাত্ত্বিক পর্যায় চিহ্নিতকরণ করা হয় লেখাে।

নিগ্রোবটু, আদি-অস্ট্রাল, দ্রাবিড় এবং আলপীয়- ভারতের এই চারটি প্রাচীন জনগােষ্ঠীর পরিচয় দাও।

নর্ডিক ও মঙ্গোলীয় জনগােষ্ঠী সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে।

বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় দাও।

বাংলার আদি ও পরবর্তীকালের সমাজবিন্যাস সম্পর্কে আলােচনা করাে।

বিভিন্ন বাঙালি জাতির মধ্যে নৃতাত্ত্বিক সম্পর্ক নিজের ভাষায় আলােচনা করাে।

বাংলা ভাষার বিকাশের আগে বাঙালি কবিদের সাহিত্যচর্চার সংক্ষিপ্ত বিবরণ দাও।

বাংলা সাহিত্যের যুগবিভাগ করে আদি ও মধ্য যুগের প্রধান প্রধান সাহিত্যকীর্তির পরিচয় দাও।

বাংলা সাহিত্যের যুগ বিভাগ করে আধুনিক যুগের প্রধান প্রধান সাহিত্যের পরিচয় দাও।

বাংলা সাহিত্যের প্রাচীন যুগে সমাজ ও সংস্কৃতির যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে লেখাে।

চর্যাপদের দার্শনিকতা এবং ধর্মমত সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে।

চর্যাপদের বিষয়বস্তুর উল্লেখসহ তার সাহিত্যমূল্যের পরিচয় দাও।

‘চর্যাপদ’-এ সমকালীন সমাজজীবনের কীরূপ পরিচয় পাওয়া যায়, তা আলােচনা করাে।

বাংলা ভাষার ইতিহাসে চর্যাপদের গুরুত্ব আলােচনা করাে।

চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব আলােচনা করাে।

চর্যাপদ কে আবিষ্কার করেন? সন্ধ্যাভাষা বলতে কী বােঝ? বাংলা সাহিত্যের ইতিহাসে এই গ্রন্থের গুরুত্ব কোথায়?

তুর্কি-বিজয় বাঙালি সমাজে কী প্রভাব ফেলেছিল‌ আলােচনা করাে।

তুর্কি-আক্রমণ বাংলা সাহিত্যে কী প্রভাব ফেলেছিল‌ আলােচনা করাে।

মধ্যযুগের বাংলার সমাজজীবনের পরিচয় দাও।

‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য ও সেটির কবি সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলােচনা করাে।

বড়ু চণ্ডীদাসের ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য সম্পর্কে সংক্ষিপ্ত আলােচনা করাে।

শ্রীকৃষ্ণকীর্তনের কাব্যবৈশিষ্ট্য আলােচনা করাে।

‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটির বিষয় ও আঙ্গিকগত বৈশিষ্ট্যের পরিচয় দাও।

বাংলা ভাষায় ‘রামায়ণ’-এর প্রথম অনুবাদকের জীবনকথা উল্লেখ করাে।

কৃত্তিবাস-এর অনূদিত কাব্যটির জনপ্রিয়তার কারণ আলােচনা করাে।

কৃত্তিবাসের কাব্যে বাঙালি জীবনের যে ছবি প্রকাশ পেয়েছে তার বিবরণ দাও।

‘বাংলা মহাভারত’-এর শ্রেষ্ঠ অনুবাদকের কাব্য রচনাকাল উল্লেখ করে সংক্ষেপে তাঁর জীবন সম্পর্কে লেখাে।

কাশীদাসী ‘মহাভারত’-এর সংক্ষিপ্ত পরিচয় দাও।