মহিলা ঔপন্যাসিক হিসেবে স্বর্ণকুমারী দেবী কতটুকু সার্থক আলোচনা কর।

উত্তর: বাংলা সাহিত্যে মহিলা ঔপন্যাসিকগণের মধ্যে স্বর্ণকুমারী দেবী [১৮৫৫-১৯৩২] উল্লেখযোগ্য। তিনি ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ কন্যা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠা ভগিনী। তিনি ‘ভারতী’ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনিই বাংলা সাহিত্যে প্রথম সচেতন ছোটোগল্প শিল্পী।

স্বর্ণকুমারী দেবীর গল্পগ্রন্থের নাম ‘নবকাহিনী’ (১৮৯২]। তাঁর উপন্যাসগুলো সামাজিক ও ঐতিহাসিক। ঐতিহাসিক উপন্যাস ‘বিদ্রোহ’ (১৮৯০], ‘দীপনির্বাণ’ [১৮৭৬] ও ‘ফুলের মালা’ (১৮৯৫]। পারিবারিক ও সামাজিক উপন্যাস ‘স্নেহলতা’ (১৮৯০-৯৩), ‘ছিন্নমুকুল’ (১৮৭৯] প্রভৃতি। ঐতিহাসিক উপন্যাসসমূহের বিষয়বস্তু ছিল পৃথ্বিরাজ-সংযুক্তার কাহিনি। আর রোমান্টিক প্রেমকাহিনি স্থান পেয়েছে সামাজিক উপন্যাসে। তাছাড়া ছিন্নমুকুল উপন্যাসেও বাংলা রোমান্সের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। তাঁর রচনাতে সমাজ-জীবনের আদর্শ- সেই আদর্শের সাথে ব্যক্তি-মানসের সংঘাত গভীরভাবে প্রতিফলিত হয়েছে।

নবীনচন্দ্র সেনের জাতীয়তাবোধ ও বিহারীলালের ছন্দ স্বর্ণকুমারী দেবীর সাহিত্যে প্রভাব ফেলেছে। সাহিত্যের বিভিন্ন স্তরে তিনি অল্পবিস্তর কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। সাহিত্যচর্চা, সংবাদপত্র পরিচালনা এবং অন্যান্য কল্যাণজনক কাজে তিনি সমস্ত জীবন বিজড়িত ছিলেন। বাংলা কাব্য সাহিত্যেও স্বর্ণকুমারী দেবীর অবদান রয়েছে। ‘কবিতা ও গান’ নামক সঙ্কলন গ্রন্থে তার অধিকাংশ কবিতা স্থান পেয়েছে। তাছাড়া গাথা নামক কাব্য, বসন্ত উৎসব, গীতিনাট্য প্রভৃতি গ্রন্থ তার রচিত।

তিনি সে সময়ের শক্তিমান কবি ছিলেন। গদ্যে পদ্যে তিনি সব্যসাচী লেখিকা হয়ে উঠেছিলেন। তিনি কবিতার মাধ্যমে গল্প বলতে পারতেন। তার বসন্ত উৎসব গীতিনাট্যের একটি জনপ্রিয় গান।

উষা: ধরলো ধরলো ডালা এই নে কামিনী ফুল।
ইন্দু: তু সখি আঁচল দিয়ে তাড়ালো ভ্রমরাকুল।
উষা: উঁহু সখি মরি জুলি কপোলে দংশেছে অলি তো।
ইন্দু: কপোলে দংশেনি সে ত ভ্রমরারি ভুল।

স্বর্ণকুমারী দেবীর সাহিত্য-প্রসঙ্গে বলা যায়- ইংরেজি সভ্যতা ও সাহিত্যের সাথে সংযোগের পর বাংলাদেশের সাহিত্যে যে নবজাগরণ হয়, স্বর্ণকুমীর দেবীর কণ্ঠেই দেশের নারী-সমাজের পক্ষে তাঁর কলগীতি ধ্বনিত হয়ে ওঠে। স্মরণীয়- স্বর্ণকুমারী দেবী সাহিত্য-সাধনার স্বীকৃতিস্বরূপ ১৯২৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ‘জগত্তারিণী’ পদক লাভ করেন।

বিশেষ দ্রষ্টব্যঃ উপরের লেখায় কোন ভুল থাকে তাহলে দয়া করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবো, ধন্যবাদ।