প্রশ্নঃ উদাহরণসহ বাংলা বানানে ঊ-কার (ূ) ব্যবহারের সূত্রগুলো উল্লেখ কর।

অথবা, বাংলা বানানে ঊ-কার (ূ) ব্যবহারের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।

বাংলা বানানে ঊ-কার (ূ) ব্যবহারের নিয়মঃ বাংলা বানানে ঊ (ূ) কারের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। বাংলা বানানে ঊ-কার (ূ) ব্যবহারের পাঁচটি নিয়ম নিম্নে উপস্থাপন করা হলো-

১. তৎসম শব্দে ঊ-কার অবিকৃত থাকে। যেমন- বধূ, মূল, ধূলি ইত্যাদি।

২. ঊ-কারের উপর ঊ-কার থাকলে উভয়ে মিলে ঊ-কার হয়। যেমন- ভূ + ঊর্ধ্ব= ভূর্ধ্ব, বধূ + ঊরা = বধূরা ইত্যাদি।

৩. উ-কারের পর উ-কার থাকলে উভয়ে মিলে ঊ-কার হয়। যেমন- মরু + উদ্যান = মরূদ্যান, সু + উক্তি = সূক্তি ইত্যাদি।

৪. বিসর্গের পর ‘র থাকলে পূর্ব পদের উ স্থলে ঊ হয়। যুক্তপদে বিসর্গ (ঃ) লোপ পায়। যেমন— চক্ষুঃ+ রোগ = চক্ষুরোগ ইত্যাদি।

৫. সমাসবদ্ধ পদের মধ্যাংশে ঊ-কার থাকলে ঊ-কার বহাল থাকে। যেমন- উপকূল, ভূতপূর্ব, অকূল ইত্যাদি।