চিত্তপ্রসাদ ভট্টাচার্যের জন্ম বর্তমান বাংলাদেশের চট্টগ্রামে। তার পিতা ছিলেন চারুচন্দ্র ভট্টাচার্য। চিত্তপ্রসাদ চট্টগ্রামেই তাঁর বিদ্যালয় ও কলেজ জীবন অতিবাহিত করেন। স্নাতক স্তরে পাঠরত থাকার সময়ে চট্টগ্রামে কমিউনিস্ট পার্টির সংস্পর্শে এসে তিনি গণ-আন্দোলনে যুক্ত হন। চিত্রাঙ্কনে স্বাভাবিক প্রতিভার অধিকারী চিত্তপ্রসাদ, ১৯৪২-৪৩ খ্রিস্টাব্দের আগস্ট আন্দোলনের ও দুর্ভিক্ষের পটভূমিকায় আঁকা ছবিগুলির জন্য শিল্পজগতে বিখ্যাত হয়ে আছেন। ১৯৪৩ খ্রিস্টাব্দে মেদিনীপুরের দুর্ভিক্ষের যে ছবি তিনি এঁকেছিলেন, তা সর্বকালীন দুর্ভিক্ষের প্রতিচ্ছবি হয়ে আছে। ১৯৪৬ খ্রিস্টাব্দের নৌবিদ্রোহের এবং ১৯৪৭ খ্রিস্টাব্দের তেলেঙ্গানার কৃষক বিদ্রোহের ছবিগুলি তাঁর অবিস্মরণীয় কীর্তি। বােম্বাই, দিল্লি, কলকাতার নানা স্থানে তার এই ছবিগুলির প্রদর্শনী হয়েছে। অবনীন্দ্রনাথের বা পাশ্চাত্যের প্রভাব থাকলেও গ্রামের সাধারণ দুঃখী ও সংগ্রামী মানুষই তার শিল্পকলার প্রধান বিষয়বস্তু ছিল। তিনি স্কেচ ও উডকাটের মাধ্যমে দুর্ভিক্ষের ভয়াবহ চিত্রাবলি এঁকেছেন বলিষ্ঠ ভঙ্গিতে। তার আঁকা ‘তেভাগার প্রতিরােধ’, আর ‘ফসলের অধিকার’ শিরােনামের ছবি দুটি ছাড়াও শিরােনামহীন আরও কয়েকটি ছবিতে আন্দোলনের সময়কার আবহ ফুটে উঠেছে। ৩৩ বছর বােম্বাই-এর আন্ধেরিতে থাকাকালীন অ্যালবাম, কার্ড, ছবি প্রভৃতি বিক্রি করে অনিয়মিত উপার্জনের মাধ্যমে তিনি নানা অসুবিধার মধ্যেই থাকতেন। অসুস্থ অবস্থায় তিনি কলকাতায় চিকিৎসার জন্য আসেন এবং কলকাতাতেই তাঁর মৃত্যু হয়।
বাংলা পটচিত্রের ইতিহাসে কালীঘাটের পটের গুরুত্ব ও অবস্থানটি নির্দেশ করাে।
বাংলা চিত্রকলার ধারায় পুথির পাটাচিত্র ও তার বিভিন্ন ঘরানার পরিচয় দাও।
বাংলার লােকচিত্রকলার ইতিহাসে দশাবতার তাসের অবস্থান ও গুরুত্ব নির্ণয় করাে।
বাংলা লােকচিত্রকলার ইতিহাসে দেয়ালচিত্রের গুরুত্ব নির্ণয় করাে।
নীচের বিষয়গুলি সংক্ষেপে আলােচনা করাে : ফ্রেসকো, রিলিফ।
নীচের বিষয়গুলি সংক্ষেপে আলােচনা করাে: কঁাথ, পিণ্ডা।
পটচিত্রের ইতিহাসটি সংক্ষেপে আলােচনা করাে।
কালীঘাটের পটের বিষয়বৈচিত্র্য সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে।
পট শব্দটির অর্থ কী? বাংলার লােকশিল্প হিসেবে পটশিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও।
বাংলায় সিনেমা প্রচলনের ইতিহাসের রূপরেখাটি নির্দেশ করাে : প্রসঙ্গত, নির্বাক যুগ (১৯১৭-৩০) ও সবাক যুগ (১৯৩১ থেকে)-এর সূচনা পর্বের সিনেমাগুলির পরিচয় দাও।
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ম্যাডান থিয়েটারের গুরুত্ব নির্দেশ করাে।
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নিউ থিয়েটার্সের অবদান কতখানি তা বুঝিয়ে দাও।
Leave a comment