শ্রীরামপুর মিশনের সংক্ষিপ্ত পরিচয় দাও
বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। অষ্টাদশ দশকের শেষ ও উনিশ শতকের প্রথম দিকে এদেশে খ্রিষ্টধর্ম প্রচারের জন্য বহু বিদেশি ধর্মযাজক আগমন করে খ্রিষ্টধর্ম প্রচারে নিজেদের নিয়োজিত করেন। কিন্তু ব্রিটিশরাজ ব্যবসাগত স্বার্থের কথা চিন্তা করে ভারতের ধর্ম ও সাংস্কৃতিক ঐতিহ্যে হস্তক্ষেপ করতে চায়নি বলে এসব ধর্মযাজকদের খ্রিষ্টধর্ম প্রচারে সহযোগিতা করেনি। তাই উইলিয়াম কেরি জন ফাউন্টেনকে সাথে নিয়ে ডেনমার্কের শাসনাধীন শ্রীরামপুরের পাদ্রিদের দলে যোগদান করলে কলকাতার অনতিদূরে শ্রীরামপুর শহরে ১৮০০ খ্রিষ্টাব্দের ১০ জানুয়ারি শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়।
শ্রীরামপুর মিশনের প্রতিষ্ঠাকালে বাংলা সাহিত্যের আধুনিক যুগের শুরু হয়। শ্রীরামপুর অঞ্চলটি তখন ছিল ডেনমার্কের শাসনাধীন। উইলিয়াম কেরী, উইলিয়াম ওয়ার্ড ও জোশুয়া মার্শম্যান মুদ্রণযন্ত্র স্থাপনের মধ্য দিয়ে মিশনের কার্যকারিতা বৃদ্ধি পায়। শ্রীরামপুর মিশনের মিশনারিদের প্রথম সার্থকতার নিদর্শনস্বরূপ ১৮০০ খ্রিষ্টাব্দে বাইবেলের নিউ টেস্টামেন্টের Gospel of St. Mathews অংশের অনুবাদ ‘মঙ্গল সমাচার মতীয়ের রচিত’ গ্রন্থটি প্রকাশিত হয়। ১৮০১ খ্রিষ্টাব্দে বাইবেলের নিউ টেস্টামেন্ট অংশটি এবং ওল্ড টেস্টামেন্টের কিছু অংশের অনুবাদ প্রকাশিত হয়। ১৮০৯ খ্রিষ্টাব্দের মধ্যে উইলিয়াম কেরির সমগ্র বাইবেলের বাংলা অনুবাদ প্রকাশিত হয়। ‘মঙ্গল সমাচার মতীয়ের রচিত’ গ্রন্থের ভাষা কথ্যরীতি অনুযায়ী এবং তদ্ভব শব্দবহুল। বাইবেলের অনুবাদের ভাষা উৎকর্ষের পরিচায়ক না হলেও পরবর্তী বাংলা গদ্যের বিকাশে দিকনির্দেশকের ভূমিকা পালন করেছিল। শ্রীরামপুর মিশন থেকে পরবর্তীকালে রামায়ণ, মহাভারত, সংস্কৃত ব্যাকরণসহ বহু পাঠ্যপুস্তক প্রকাশিত হয়েছিল। ১৮১৮ সালে এই মিশন থেকে ‘দিগদর্শন’ ও ‘সমাচার দর্পণ’ নামে দুটি পত্রিকা প্রকাশিত হয়। এ দুটি পত্রিকাকে অবলম্বন করে বাংলা গদ্যের চর্চা ও বিকাশের পথ প্রশস্ত হয়। উনবিংশ শতাব্দীতে বাংলা ভাষা ও সাহিত্যে যে নবজাগরণ দেখা দিয়েছিল তাতে শ্রীরামপুর মিশনের যথেষ্ট অবদান ছিল। বস্তুতপক্ষে পরবর্তীকালের গদ্যের ভিত্তি এখানেই স্থাপিত হয়েছিল। এই সমস্ত বৈশিষ্ট্যের জন্য বাংলা গদ্যের প্রাথমিক ইতিহাসে শ্রীরামপুর মিশনের নাম চির উজ্জ্বল হয়ে থাকবে।
বিশেষ দ্রষ্টব্যঃ উপরের লেখায় কোন ভুল থাকে তাহলে দয়া করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবো, ধন্যবাদ।
Leave a comment