বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্রের ‘আলালের ঘরের দুলাল’। প্যারীচাঁদ মিত্রের পর বাংলা সাহিত্য উপন্যাসের জয়যাত্রা শুরু কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট ডেপুটি ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম সার্থক উপন্যাস রচনার মাধ্যমে। উপন্যাসটির নাম দুর্গেশনন্দিনী (১৮৬৫)। উনবিংশ শতাব্দীর বুর্জোয়া মধ্যবিত্ত শ্রেণির মানসিকতা, আশা-আকাঙ্ক্ষা, কামনা-বাসনা, হতাশা- নৈরাশ্য উপন্যাসে নানাভাবে রূপ লাভ করেছে। বঙ্কিমচন্দ্রের পর মীর মশাররফ হোসেন, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, সামন্ত সমাজের অবক্ষয়ের এবং নতুন মধ্যবিত্ত সমাজের জাগরণের চিত্র দেখিয়েছেন। এসব প্রতিভাবানরা সমকালীন সমাজচিত্র যেমন উপন্যাসে তুলে ধরেছেন তেমনি জাগরণের বাণী ছড়িয়েছেন। তাদের প্রতিভা স্পর্শে নতুন উপন্যাস-শিল্প ৩রুণ্য উপনীত হয়। ফলে মানিক বন্দ্যোপাধ্যায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়, বিমল মিত্র প্রমুখ কথাশিল্পী সে তারুণ্যের শ্রাবৃদ্ধি করেন।
বিশেষ দ্রষ্টব্যঃ উপরের লেখায় কোন ভুল থাকে তাহলে দয়া করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবো, ধন্যবাদ।
Leave a comment