বাংলাদেশের সহকারী জজগণের বিভাগীয় পরীক্ষার সিলেবাস

সংবিধান, অধস্তন আদালতের গঠন, এখতিয়ার ও কার্যপদ্ধতি

১.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান;

২. Judicial Officers Protection Act, 1850 (Act XVII of 1850);

৩. Civil Courts Act, 1887 (Act XII of 1887);

8. Small Cause Courts Act, 1887 (Act IX of 1887); 

৫.Code of Criminal Procedure, 1898 (Act V of 1898);

৬. Code of Civil Procedure, 1908 (Act V of 1908);

৭. Contempt of Courts Act, 1926 (Act XII of 1926); 

৮.Administrative Tribunals Act, 1980 (Act VII of 1981);

৯.আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (২০০২ সনের ১১ নং আইন)।

পারিবারিক আইন

১.মুসলিম আইন:

Inheritance, Wills, Gifts, Wakfs, Pre-emption, Marriage, Dower, Divorce, Parentage, Legitimacy, Acknowledgement, Guardianship of person and property and Maintenance.

২. হিন্দু আইন:

Inheritance, Marriage, Adoption Maintenance, Gifts, Wills, Stridhan, Religious and Charitable Endowments, Minority and Guardianship.

৩. Hindu Inheritance (Removal of Disabilities) Act, 1928 (Act XII of 1928);

8. বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ (২০১৭ সনের ৬ নং আইন); 

৫.Muslim Personal Laws (Shariat) Application Act, 1937 (Act XXVI of 1937);

৬. Dissolution of Muslim Marriages Act, 1939 (Act VIII of 1939);

৭.Muslim Family Laws Ordinance, 1961 (Ord. VIII of 1961);

৮. যৌতুক নিরোধ আইন, ২০১৮ (২০১৮ সনের ৩৯ নং আইন);

৯.Family Courts Ordinance, 1985 (Ord. XVIII of 1985)

 দেওয়ানী ও ফৌজদারী আইন

১. Penal Code, 1860 (Act XLV of 1860);

২.Court Fees Act, 1870 (Act VII of 1870);

৩. Evidence Act, 1872 (Act I of 1872);

8. Specific Relief Act, 1877 (Act I of 1877);

৫. Negotiable Instruments Act, 1881 (Act XXVI of 1881);

৬.Transfer of Property Act, 1882 (Act IV of 1882);

৭. Suits Valuation Act, 1887 (Act VII of 1887);

৮.Registration Act, 1908 (Act XVI of 1908);

৯. Limitation Act, 1908 (Act IX of 1908);

১০. Public Demands Recovery, Act, 1913 (Act III of 1913); 

১১. Non-Agricultural Tenancy Act, 1949 (Act XIII of 1949);

১২. State Acquisition and Tenancy Act, 1950 (Act XXVIII of 1951);

১৩. শিশু আইন, ২০১৩ (২০১৩ সনের ২৪ নং আইন):

 ১৪. স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন, ২০১৭ (২০১৭ সনের ২১ নং আইন);

১৫. বাড়ী ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ (১৯৯১ সনের ৩ নং আইন);

১৬. নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (২০০০ সনের ৮ নং আইন);

১৭. এসিড অপরাধ দমন আইন, ২০০২ (২০০২ সনের ১ নং আইন); 

১৮. এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২ (২০০২ সনের ২ নং আইন);

১৯. অর্থ ঋণ আদালত আইন, ২০০৩ (২০০৩ সনের ৮ নং আইন);

২০. গ্রাম আদালত আইন, ২০০৬ (২০০৬ সনের ১৯ নং আইন);

২১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ (২০০৬ সনের ৩৯ নং আইন);

২২. ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ (২০১৮ সনের ৪৬ নং আইন):

২৩. সড়ক পরিবহণ আইন, ২০১৮ (২০১৮ সনের ৪৭ নং আইন);

২৪. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (২০১৮ সনের ৬৩ নং আইন)।

দাপ্তরিক কার্যপদ্ধতি এবং চাকরি সংক্রান্ত আইন

১. Civil Rules and Orders (Volume-1);

২.Criminal Rules and Orders (Practice and Procedure of Subordinate Courts), 2009 (Volume-1);

৩. Public Servants (Retirement) Act, 1974 (Act XII of 1974);

8.Public Servants (Retirement) Rules, 1975; 

৫. Government Servants (Conduct) Rules, 1979; 

৬. Bangladesh Services (Recreation Allowance) Rules, 1979 এবং চিত্ত বিনোদন ছুটি সংক্রান্ত নির্দেশাবলি;

৭. Public Employees Discipline (Punctual Attendance) Ordinance, 1982 (Ord.XXXIV of 1982);

৮.সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮;

৯. যানবাহন (ব্যবহার নিয়ন্ত্রণ) আইন, ২০১৫ (২০১৫ সনের ৬ নং আইন) ও সংশ্লিষ্ট বিধিমালা;

১০. Warrant of Precedence, 1986;

১১. Rules of Business, 1996;

১২. বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (সার্ভিস গঠন, সার্ভিস পদে নিয়োগ এবং সাময়িক বরখাস্তকরণ, বরখাস্তকরণ ও অপসারণ) বিধিমালা, ২০০৭;

১৩. বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, ছুটি মঞ্জুরী, নিয়ন্ত্রণ, শৃঙ্খলা-বিধান এবং চাকরির অন্যান্য শর্তাবলী) বিধিমালা, ২০০৭;

১৪. বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭; 

১৫. শিক্ষানবিশ সহকারী জজগণের প্রশিক্ষণ ও বিভাগীয় পরীক্ষা আদেশ, ২০০৮;

১৬. এস্টাবলিশমেন্ট ম্যানুয়েল ভলিয়ম-১ এর বার্ষিক গোপনীয় অনুবেদন সংক্রান্ত নিম্নোক্ত বিষয়সমূহ—

(ক) বার্ষিক গোপনীয় অনুবেদন ফরম পূরণের অনুশাসন;

(খ) চাকরির রেকর্ডপত্র (ডোসিয়ার) রক্ষণাবেক্ষণ অনুশাসন।

১৭. এস্টাবলিশমেন্ট ম্যানুয়েল-১ এর বদলি এবং প্রেষণে নিয়োগ সংক্রান্ত নিম্নোক্ত বিষয়সমূহ—

(ক) বদলিযোগ্য পদে কর্মরত সরকারি কর্মচারীদের বদলির নির্দেশাবলি; 

(খ) সরকারি কর্মচারীদের প্রেষণে নিয়োগের বিধান ও সুবিধাদির নির্দেশাবলি।

১৮. এস্টাবলিশমেন্ট ম্যানুয়েল-১ এর বিভিন্ন প্রকার ছুটি সংক্রান্ত নিম্নোক্ত বিষয়সমূহ—

(ক) বহিঃবাংলাদেশ ছুটি মঞ্জুরির নির্দেশাবলি;

(খ) মাতৃত্বজনিত ছুটি প্রাপ্যতার নির্দেশাবলি;

(গ) সংগনিরোধ ছুটি প্রাপ্যতার নির্দেশাবলি;

(ঘ) নৈমিত্তিক ছুটি মঞ্জুরির নির্দেশাবলি।

১৯. সাময়িক বরখাস্ত, ছুটি এবং অবসর ছুটিকালীন সময়ে প্রাপ্য সুবিধা সংক্রান্ত সরকারি নির্দেশাবলি। 

২০. আর্থিক ক্ষমতা অর্পণ (Delegation of Financial Powers) ও আর্থিক ক্ষমতা পুনঃঅর্পণ(Sub-Delegation of Financial Powers) সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন স্মারক।

২১. Bangladesh Service Rules Part-1.

২২. The Provident Funds Act, 1925 (Act No. XIX of 1925)

২৩. দাপ্তরিক/আবাসিক টেলিফোন/ইন্টারনেট/সেলুলার ফোন সংশ্লিষ্ট নীতিমালাসমূহ।”