কলার গাছে ক্ষারীয় উপাদান থাকে। অন্যদিকে বৃষ্টির পানি হচ্ছে অম্লীয় পদার্থ। বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির পানির সাথে কলা গাছের ক্ষারীয় উপাদান প্রশমন বিক্রিয়া করে। যার কারনে কলাগাছের ক্ষারীয় উপাদান নষ্ট হয়ে যায়। এ ক্ষারীয় উপাদান নষ্ট হওয়ার কারণে কলাগাছ মরে যায়। সুতরাং বর্ষাকালে বৃষ্টি হলে কলা গাছ মারা যায়।