বর্ষাকালে পাকা বাড়ির ছাদ পিচ্ছিল হলে বালি দেওয়া হয় কেন?
বর্ষাকালে বাড়ির ছাদে শ্যাওলা পড়ে। শ্যাওলা হচ্ছে ক্ষারীয় পিচ্ছিলধর্মী পদার্থ। ক্ষারধর্মী শ্যাওলা দূর করতে অম্লীয় পদার্থ বালি যোগ করা হয়। ফলে বালি ও শ্যাওলা প্রশমন বিক্রিয়া মাধ্যমে পিচ্ছিলতা দূর হয়। এইজন্য বর্ষাকালে পাকা বাড়ির ছাদ পিচ্ছিল হলে বালি দেওয়া হয়।
তাছাড়াও যেসব স্যাঁতসেতে জায়গাতে শ্যাওলা পড়ে সে জায়গাতে বালি দিলে শ্যাওলা দূর হয়। ঐ জায়গাতে আর পিচ্ছিলতা থাকে না।
Leave a comment