উত্তর: উত্তরবঙ্গ সমভূমির দক্ষিণের উঁচু-নীচু অংশ অর্থাৎ, মহানন্দা নদীর উত্তর তীরে মালদহ জেলার পূর্বভাগ ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছুটা ভূমি বরেন্দ্রভূমি বা বারিন্দ নামে পরিচিত। এই অঞ্চলটি পূর্বদিকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। সমগ্র অঞ্চলটি গঙ্গা নদীর প্রাচীন পলিমাটি এবং লালরঙের কাঁকুরে ল্যাটেরাইট মৃত্তিকা দ্বারা গঠিত। এই বরেন্দ্রভূমির মাঝে মাঝে ছোটো ছোটো টিলা দেখা যায়, যেগুলি 30 মিটার পর্যন্ত উঁচু। সমগ্র অঞ্চলটি ঈষৎ তরঙ্গায়িত বা ঢেউ খেলানো।
Leave a comment