বন্ধনজোড় ও মুক্তজোড় ইলেকট্রনের মধ্যে পার্থক্য কি?
বন্ধন জোড় ও মুক্ত জোড় ইলেকট্রনের মধ্যে পার্থক্য নিম্নরূপ:
১. বন্ধন জোড় ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে।
কিন্তু মুক্তজোড় ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে না।
২. বন্ধন জোড় ইলেকট্রন কোন পরমাণুর বহিঃস্থ শক্তিস্তরে বেজোড় অবস্থায় থাকে।
কিন্তু মুক্তজোড় ইলেকট্রন পরমাণুর বহিঃস্থ শক্তিস্তরে জোড় অবস্থায় থাকে।
৩. বন্ধন জোড় ইলেকট্রন যৌগের আকৃতির উপর প্রভাব ফেলে না।
কিন্তু মুক্তজোড় ইলেকট্রন যৌগের আকৃতি উপর প্রভাব ফেলে।
Leave a comment