প্রশ্নঃ
 বন্ড বাজেয়াপ্ত হলে আদালত কি কার্যপদ্ধতি অনুসরণ করবেন তা আলোচনা কর। 

ফৌজদারী কার্যবিধির ৫১৪ ধারায় বন্ড বাজেয়াপ্তের বিধান রয়েছে। এই কার্যবিধির অধীনে কোন আদালত বন্ড নিয়ে থাকলে সেই আদালতই এই ধারার আওতায় তা বাজেয়াপ্তের ব্যবস্থা গ্রহণ করবে, অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এ ধারায় ব্যবস্থা নিতে পারেন। কোন বিশেষ আদালতে হাজিরা দেয়ার জন্য যদি কোন বন্ড নেয়া হয়ে থাকে, তাহলে সেই আদালতই বন্ড বাজেয়াপ্তের কার্যক্রম গ্রহণ করতে পারেন। এই জাতীয় বন্ড কোন বিশেষ আদালতে হাজির হবার জন্য পুলিশও নিতে পারে। কোন আদালতের উল্লেখ না থাকলে এই ধারার আওতায় তা বাজেয়াপ্তের কার্যক্রম গ্রহণ করা যায় না। দায়রা আদালতে হাজির হবার জন্য যদি কোন ম্যাজিস্ট্রেট বন্ড নিয়ে থাকেন তাহলে সেই দায়রা আদালতই বন্ড বাজেয়াপ্ত করতে পারেন। যে কারণে পক্ষগণ হাজির হতে ব্যর্থ হয়েছে তা যদি তাদের নিয়ন্ত্রণের বাইরে হয়, যেমন আসামীর মৃত্যু বা গ্রেফতার, তাহলে তাদের বন্ড বাজেয়াপ্ত করা যাবে না।