উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শান্তি’ গল্পে কুরি পরিবারের বড় বউ রাধা। তার স্বামীর নাম দুখিরাম রুই। তার দেড় বছরের এক ছেলে ছিল। • ছোটো বউ ছিল অত্যন্ত গোছালো আর কৌতূহলী। অন্যদিকে, বড় বউ ছিল ঠিক তার উল্টো। অত্যন্ত এলোমেলো ঢিলেঢালা, অগোছালো। মাথার কাপড় কোলের শিশু ঘরকন্নার কাজ কিছুই মেগোছালোতে পারত না। হাতে বিশেষ কোনো কাজ না থাকেলও সে কোনো কাজে যেন অবসর করতে পারত না। ছোটো জা তাকে বেশি কিছু বলত না -মৃদুস্বরে দু একটা তীক্ষ্ণ দংশন করত। আর বড় বউ হাউ-হাউ-দাউ-দাউ করে রেগে বকে সারা হতো এবং পাড়াসুদ্ধ অস্থির করে তুলত।