ফ্লোরিন এর ব্যবহার নিম্নরূপঃ
১.বাণিজ্যিক ভিত্তিতে হিমায়ক হিসেবে ফ্রিয়ন -11, ফ্রিয়ন -12 প্রভৃতি ফ্লোরো কার্বন যৌগ ব্যবহৃত হয়।
২. টেফনল নামক প্লাস্টিক ফ্লোরোকার্বন যৌগ থেকে উৎপন্ন হয়।
৩. পারমাণবিক শক্তি উৎপাদনে ইউরেনিয়াম 235 এবং ইউরেনিয়াম 238 আইসোটোপকে পরস্পর থেকে পৃথক করার কাজে ফ্লোরিন ব্যবহার করা হয়।
৪. প্যারা ফ্লোরো কার্বনে অক্সিজেন খুব দ্রবণীয়। এইজন্য রক্তে উপস্থিত অক্সিজেনবাহী প্রোটিন তথা হিমোগ্লোবিন এর বিকল্প হিসেবে আধুনিক চিকিৎসা ক্ষেত্রে ফ্লোরিন ব্যবহার করা হয়।
Leave a comment