যে সকল ক্ষেত্রে আপীল চলে নাঃ ফৌজদারী কার্যবিধি অনুযায়ী নিম্নলিখিত ক্ষেত্রে কোন আপীল চলে না-
১. অপরাধ স্বীকারঃ আসামী যেক্ষেত্রে নিজ অপরাধ স্বীকার করে এবং এর ভিত্তিতে দায়রা আদালত বা কোন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা কোন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ডাজ্ঞা প্রদান করে থাকেন তবে ৪১২ ধারা অনুযায়ী এই দণ্ডাজ্ঞার বিরুদ্ধে আপীল করা যাবে না৷
২. তুচ্ছ মামলাঃ কতিপয় তুচ্ছ মামলার রায়ের বিরুদ্ধে আপীলের অধিকার ৪১৩ ধারায় রহিত করা হয়েছে। কোন দায়রা আদালত অনূর্ধ্ব ১ মাসের কারাদণ্ড দিলে কিংবা দায়রা আদালত বা জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন বা অন্য কোন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনধিক ৫০ টাকা, জরিমানা করলে তার বিরুদ্ধে আপীল করা যাবে না৷
৩. জরিমানা অনাদায়ে কারাদণ্ডের ক্ষেত্রেঃ যেক্ষেত্রে উক্তরূপ আদালত কারাদণ্ডের পরিবর্তে অর্থদণ্ডের আদেশ দেন যার অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেন সেক্ষেত্রে ৪১৩ ধারার ব্যাখ্যা অনুযায়ী আপীল করা যাবে না।
৪. সংক্ষিপ্ত পদ্ধতির বিচারঃ ফৌজদারী কার্যবিধির ২৬০ ধারা অনুযায়ী সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারকৃত মামলায় কোন ম্যাজিস্ট্রেট অনধিক দুই শত টাকা জরিমানা করলে দণ্ডিত ব্যক্তি ৪১৪ ধারা অনুযায়ী আপীল করতে পারবে না।
৫. নালিশকৃত মামলা খারিজঃ নালিশকৃত মামলা আদালত কর্তৃক ২০৩ ধারা অনুসারে খারিজ করা হলে তা আপীলযোগ্য নয়।
৬. ভরণ-পোষণের আদেশঃ ফৌজদারী কার্যবিধির ৪৮৮ ধারা অনুযায়ী ভরণ-পোষণের জন্য আদালতের আদেশের বিরুদ্ধে কোন আপীল চলে না।
Leave a comment