ফেরোসোফেরিক অক্সাইড (Fe₃O₄) বা ম্যাগনেটিক অক্সাইড প্রকৃতিতে ম্যাগনেটাইট ও লোডস্টোন নামে চকচকে কালো বর্ণের পাউডার হিসেবে পাওয়া যায়।
ফেরোসোফেরিক অক্সাইড উচ্চ গলনাংক বিশিষ্ট এবং অক্সিজেন ক্লোরিন দ্বারা আক্রান্ত হয় না। তাই তড়িৎ বিশ্লেষণে ইলেকট্রোড তৈরিতে ও আর্ক আলো উৎপাদনে ব্যবহার করা হয়। স্থায়ী চুম্বক তৈরি করতে ফেরোসোফেরিক অক্সাইড ব্যবহার করা হয়।
Leave a comment