ফেরোসোফেরিক অক্সাইড (Fe₃O₄) একটি মিশ্র অক্সাইড। কারণ এতে ফেরাস অক্সাইড(FeO) ও ফেরিক অক্সাইড (Fe₂O₃) মিশ্রিত থাকে। ফেরোসোফেরিক অক্সাইড HCl এসিডের সাথে বিক্রিয়া করে ফেরাস ক্লোরাইড (FeCl₂) ও ফেরিক ক্লোরাইড (FeCl₃) উৎপন্ন করে।

Fe₃O₄ —-> FeO + Fe₂O₃

Fe₃O₄ +8HCl —–>FeCl₂+2FeCl₃ +4H₂O