ইস্পাত শিল্পে ব্যবহারের জন্য ফেরোক্রোম হিসেবে ক্রোমিয়াম নিষ্কাশন করা হয়। তখন ক্রোমাইট আকরিককে ধৌতকরণ পদ্ধতিতে খনিজমল মুক্ত করা হয়। তারপর বৈদ্যুতিক চুল্লিতে ঐ গাঢ়ীকৃত ক্রোমাইট আকরিককে কার্বন দ্বারা বিজারিত করা হয়।
তখন ফেরোক্রোম বা Cr-65% ও Fe-35% মিশ্রণ উৎপন্ন হয়।
FeO.Cr₂O₃ + 4C —–> Fe.2Cr + 4CO
ব্যবহারঃ ফেরোক্রোম ইস্পাত শিল্পে বিভিন্ন শ্রেণীর মরিচাবিহীন ইস্পাত প্রস্তুতিতে ব্যবহার করা হয়।
Leave a comment