জলীয় দ্রবণে ফেরিক ক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় ফেরিক হাইড্রোক্সাইড [Fe(OH)₃ ]ও লঘু হাইড্রোক্লোরিক (HCl) এসিড উৎপন্ন করে। উৎপন্ন হাইড্রোক্লোরিক অ্যাসিড শক্তিশালী হওয়ায় এটি পানিতে সম্পূর্ণ বিয়োজিত হয়।
কিন্তু ফেরিক হাইড্রক্সাইড দুর্বল হওয়ায় এটি পানিতে সম্পূর্ণ বিয়োজিত হতে পারে না।
এজন্য দ্রবণে H+ আয়নের পরিমান বেশি থাকে।
FeCl₃ + 3H₂O ——>Fe(OH)₃ + 3HCl
তাই ফেরিক ক্লোরাইড এর জলীয় দ্রবণ অম্লধর্মী হয়। অম্লীয় বৈশিষ্ট্যের জন্য এর pH মান 7 এর কম হয়।
Leave a comment