কার্বনের ক্যাটিনেশন ধর্মের জন্য অতিসম্প্রতি ফুটবলের ন্যায় বিশালাকৃতির C₆₀ শিকল বিশিষ্ট অনু (আণবিক ভর 720) আবিষ্কৃত হয়েছে যার কাঠামোতে কার্বন পরমাণুসমূহ সংকরিত। এটি কার্বনের একটি ত্রিমাত্রিক পলিমারের রূপভেদ। 

এ বিশেষ কাঠামোর যৌগটির নাম ফুলারিন।