উদ্দিষ্ট ব্যক্তি: মহাশ্বেতা দেবীর ‘ভাত’ গল্পে উল্লিখিত মন্তব্যে উচ্ছব নাইয়া-র কথা বলা হয়েছে।
উতলা হওয়ার কারণ : বাদা অঞ্চলের বাসিন্দা হলেও উচ্ছবের জীবনে ভাতের অভাব চিরকালের। শহরের বড়াে বাড়িতে বাদা থেকে আসা চালের প্রাচুর্যে সে অবাক হয়ে যায়, কারণ তার বাদায় শুধু গুগলি-গৌঁড়ি-কচুশাক- সুশনাে শাক জন্মায়। ভূমিহীন উচ্ছব গ্রামে সতীশবাবুর জমিতে কাজ করে কয়েকমাস খাওয়ার ব্যবস্থা করতাে। কিন্তু তা সারাবছরের নয়। মাতলার বন্যায় যেদিন তার স্ত্রী-সন্তানরা ভেসে যায় সেদিনই সন্ধ্যায় অনেকদিন পরে সে ভাত খেয়েছিল। কিন্তু ভেসে যাওয়া মানুষগুলােকে খুঁজতে গিয়ে ত্রাণের খিচুড়ি তার খাওয়া হয়নি। খিদের যন্ত্রণা সে সারাজীবন সহ্য করেছে। পরিবার হারানাের পরে তা আরও তীব্র হয়েছে। এই যন্ত্রণা থেকে মুক্তির জন্যই সে শহরের বড়ো বাড়িতে কাজ করতে এসেছে। সেখানে চালের বিপুল সম্ভার তার খিদেকে আরও বাড়িয়ে দেয়। কষ্ট অসহনীয় হলে সে বাসিনীর কাছে জল দিয়ে খাওয়ার জন্য একমুঠো চাল চায়। তান্ত্রিকের বিধানে খাওয়ার সময় পিছিয়ে যাওয়ায় খিদের তাড়না আরও বেড়ে যায়। রান্না হওয়া সত্ত্বেও সে খেতে পাচ্ছে না— এই অসহনীয় অবস্থায়, ক্ষুধার্ত উচ্ছব ভাতের গন্ধে উতলা হয়ে ওঠে।
সেই সন্ধেয় অনেকদিন বাদে সে পেট ভরে খেয়েছিল।- সে কে? কোন সন্ধেয় সে পেট ভরে খেয়েছিল? সেই দিনটায় কী ঘটেছিল?
গরিবের গতর এরা শস্তা দেখে।—কে, কাদের সম্পর্কে মন্তব্যটি করেছে? মন্তব্যটির প্রেক্ষাপট আলােচনা করাে।
তুমি কী বুঝবে সতীশবাবু।- সতীশবাবু কী বুঝবে না? সতীশবাবু উচ্ছবের সঙ্গে কেমন আচরণ করেছিল?
নইলে দেহে ক্ষমতা ছিল না।- কার দেহে ক্ষমতা ছিল না? কেন ক্ষমতা ছিল না?
কি হয়েছে বাবু?- কে এই প্রশ্নটি করেছিল? প্রসঙ্গ উল্লেখ করাে।
মারতে মারতে উচ্ছবকে ওরা থানায় নিয়ে যায়।- কারা, কেন উচ্ছবকে মারতে মারতে থানায় নিয়ে যায়?
বাদার ভাত খেলে তবে তাে সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন।—বাদা কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কী?
আসল বাদাটার খোজ করা হয় না আর উচ্ছবের।—উচ্ছবের পরিচয় দাও। তার পক্ষে আসল বাদাটার খোঁজ করা হয়ে ওঠেনি কেন?
ঝড়জল-বন্যার রাতের আকস্মিক আঘাত উচ্ছবের মনােজগতে কী কী প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল, তা ভাত ছােটোগল্প অবলম্বনে লেখাে।
মহাশ্বেতা দেবীর ভাত ছােটোগল্পে যে হােমযজ্ঞ হয়েছিল, তার বর্ণনা দাও।
মহাশ্বেতা দেবীর ভাত ছােটোগল্পে বুড়ােকর্তার মৃত্যুর পর বড়াে বাড়িতে কী কী ঘটনা ঘটেছিল?
মহাশ্বেতা দেবীর ভাত ছােটোগল্প অবলম্বনে বুড়ােকর্তার চরিত্র বিশ্লেষণ করাে।
Leave a comment