ফাস্টফুড বা জাঙ্ক ফুড হচ্ছে এমন এক ধরনের খাবার যা স্বাস্থ্যগত মূল্যের চেয়ে এর মুখরোচক স্বাদ বেশি। জাঙ্ক ফুড খেতে খুব মজা এবং এটাকে খুব আবেদনময় মনে হয়। কিন্তু এটা আমাদের শরীরের জন্য ভালো নয়। এতে ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকে যা একে সুস্বাদু করে তোলে। কিন্তু এগুলো অস্বাস্থ্যকর। এগুলো খাওয়ার ফলে আমাদের শরীরে অনেক সমস্যা দেখা দেয়। এ ধরনের খাবার গুলি হচ্ছে বার্গার, চিপস, তেলেভাজা বিভিন্ন মুখরোচক খাবার ইত্যাদি।