ফসফরাসের ব্যবহার অনেক। প্রাণী দেহের রক্ত, মস্তিষ্ক ও হাড় গঠন করে। এটি উদ্ভিদের বৃদ্ধি সাধন করে। সুপার ফসফেট, ট্রিপল সুপার ফসফেট সার উদ্ভিদের পুষ্টি সাধন করে।
সেফটি ম্যাচ বা নিরাপদ দিয়াশলাইয়ের কাঠির মাথায় ও বাক্সের পাশে লোহিত ফসফরাস ব্যবহার করা হয়। ফসফরাস ব্রোঞ্চ নামক সংকর ধাতু প্রস্তুতিতে ফসফরাস ব্যবহার করা হয়। ফসফরাস ব্রোঞ্চ শক্ত, মরিচারোধী ও ক্ষয়রোধী হওয়ায় বল, বিয়ারিং, ভালব ও শক্ত তার প্রস্তুত করতে ফসফরাস ব্যবহার করা হয়।
Leave a comment