ফসফরাস খুব সক্রিয় মৌল। তাই এটি প্রকৃতিতে মৌলিক অবস্থায় থাকে না। ফসফরাসকে সাধারণত খনিজ ফসফেট হিসেবে পাওয়া যায়।
ফসফেট যৌগ হিসেবেঃ
১. ফসফরাইট —> Ca₃(PO₄)₂
২. ফ্লোর অ্যাপাটাইট —-> 3Ca₃(PO₄)₂. CaF₂
৩. ক্লোর অ্যাপাটাইট —–> 3Ca₃(PO₄)₂. CaCl₂
৪. ভিভিয়ানাইট —–>
Fe₃(PO₄)₂. 8H₂O
ক্যালসিয়াম ফসফেট হিসেবেঃ
১. ডিমে
২. জীবদেহের অস্থি, মজ্জা ও মস্তিষ্কে।
৩. উর্বর জমিতে ফসফরাস পাওয়া যায়।
Leave a comment