ফরমালিনঃ  মিথান্যাল বা ফরমালডিহাইডের (H-CHO) 40% সম্পৃক্ত জলীয় দ্রবণকে ফরমালিন বলে।

 

ভিনেগারঃ  ইথানোয়িক এসিডের বা অ্যাসিটিক এসিডের (CH₃COOH) 6% – 10% জলীয় দ্রবণকে ভিনেগার বা সিরকা বলে।

 

ক্লোরিনেশনঃ  ব্লিচিং পাউডার পানিতে যোগ করলে জায়মান ক্লোরিন উৎপন্ন হয় যা জীবাণুকে ধ্বংস করে। ব্লিচিং পাউডার দ্বারা জীবাণু ধ্বংস করার প্রক্রিয়াকে ক্লোরিনেশন বলে।

 

সোডা অ্যাসঃ  অনার্দ্র সোডিয়াম কার্বনেটকে সোডা অ্যাস বলে।

 

সাবানায়নঃ  তেল বা চর্বি কে কস্টিক সোডা বা কস্টিক পটাশ দ্বারা আর্দ্র বিশ্লেষণ করে সাবান তৈরির প্রক্রিয়াকে সাবানায়ন বলে।

 

গ্লাস ক্লিনারঃ  গ্লাস ক্লিনার পরিষ্কার করার জন্য যে পরিস্কারক দ্রব্য ব্যবহার করা হয় তাকে গ্লাস ক্লিনার বলে। গ্লাস ক্লিনার হিসেবে NH₃ দ্রবণ ব্যবহার করা হয়।

 

টয়লেট ক্লিনারঃ  টয়লেট পরিষ্কার করার জন্য যে পরিষ্কারক ব্যবহার করা হয় তাকে টয়লেট ক্লিনার বলে। টয়লেট ক্লিনার হিসেবে NaOH ব্যবহার করা হয়।

সাবানঃ  উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে সাবান বলে।