যানবাহন, কলকারখানা থেকে নির্গত ধোঁয়া বায়ুতে মিশে সূর্যের আলোর উপস্থিতিতে যে বিষাক্ত গ্যাসের সৃষ্টি করে একে ফটোকেমিক্যাল ধোঁয়া বলে।

ফটোকেমিক্যাল ধোঁয়াতেCH₄ ;N₂O ; CO প্রভৃতি গ্যাস বিদ্যমান থাকে। এই গ্যাসগুলো সূর্যের আলোর উপস্থিতিতে বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি করে। এছাড়া এগুলো বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ভেঙ্গে দেয়। যার কারণে সূর্য থেকে ক্ষতিকর রশ্মি পৃথিবীতে পৌঁছায়। 

এজন্য ফটোক্যামিক্যাল ধোঁয়া পরিবেশের জন্য ক্ষতিকর।