নিউট্রন পরমাণুর একটি ক্ষুদ্র মূল কণিকা। এটি পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে। একটি নিউট্রন কণার ভর প্রোটনের ভরের প্রায় সমান এবং এটি আধান নিরপেক্ষ কণা। কোন পরমাণু ভর সংখ্যা (A) থেকে প্রোটন সংখ্যা (Z) বাদ দিলে নিউট্রন সংখ্যা (n) পাওয়া যায়। প্রোটিয়ামের
( ¹₁H)  ভর সংখ্যা -১ (এক) এবং প্রোটন সংখ্যা- ১ (এক)।

অতএব, নিউট্রন সংখ্যা 

=( ভর সংখ্যা) – (প্রোটন সংখ্যা)

 = ১ – ১ = 0.  

সুতরাং দেখা যাচ্ছে প্রোটিয়ামে নিউট্রন সংখ্যা শূন্য। 

অর্থাৎ প্রোটিয়ামে  কোন নিউট্রন নেই।