এসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করাকে প্রশমন বিক্রিয়া বলে।
আবার ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বিক্রিয়া সংঘটিত হয় তাকে রেডক্স বিক্রিয়া বলে। 

প্রশমন বিক্রিয়া রেডক্স বিক্রিয়া নয়। কারণ প্রশমন বিক্রিয়ায় ইলেকট্রনের আদান-প্রদান হয় না। 

অর্থাৎ বিক্রিয়ক অয়ন ও উৎপাদ আয়নের মধ্যে ইলেকট্রনের আদান-প্রদান হয় না। এজন্য প্রশমন বিক্রিয়া রেডক্স বিক্রিয়া নয়।