বর্তমান প্রযুক্তির যুগে কম্পিউটার ছাড়া সর্বত্রই অচল। বর্তমানে বিবিধ ক্ষেত্রে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। যার ফলে খুব সহজে যােগাযােগ, তথ্য আহরণ ইত্যাদি করা যায়। সামাজিক পরিকাঠামো প্রতিটি স্তরে আজ কম্পিউটার, বেতার, টেলিভিশন ইত্যাদির গুরুত্ব অনেক। এরূপ কয়েকটি ক্ষেত্র সম্বন্ধে কিছু কথা তুলে ধরা হল-
(১) মহাকাশ গবেষণা : মহাকাশ গবেষণা, মহাশূন্যের ছবি তােলা, স্যাটেলাইটের নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ইত্যাদি বিভিন্ন তথ্যাদি সংগ্রহ, মহাকাশযানকে নিয়ন্ত্রণ করা তার মাধ্যমে তথ্য গ্রহণ সবই কম্পিউটার ছাড়া অসম্ভব।
(২) প্রতিরক্ষা ক্ষেত্রে : দেশের প্রতিরক্ষার স্বার্থে বিভিন্ন তথ্যসংগ্রহ, সন্ত্রাসবাদীদের অবস্থান, সৈন্যদের নিয়ন্ত্রণ, বিভিন্ন স্থানের চিত্র-সহ পরিবেশন, সৈন্যদের অবস্থান কখন কিরূপ হবে, বিভিন্ন স্থানের ভৌগােলিক পরিবেশে কোন্ স্থানে অবস্থান করবে সৈন্যদল ইত্যাদি বিভিন্ন তথ্য কম্পিউটার ছাড়া সম্ভব নয়।
(৩) বেতার : বেতারের মাধ্যমে বিভিন্ন তথ্য যেমন আবহাওয়ার পরিস্থিতি, সমুদ্র উপকূলে ঝড়ের পরিস্থিতি সম্পর্কে আগাম সতর্কতা দান, শিক্ষামূলক বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান আহরণ বেতারের সাহায্যে সম্ভব।
(৪) বৈজ্ঞানিক গবেষণা : বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক গবেষণা, জটিল গণনা, অতি দ্রুত ও নিখুঁতভাবে গবেষণার কার্যক্রম করা ইত্যাদির ক্ষেত্রে কম্পিউটারের গুরুত্ব অসীম।
(৫) বিনোদনমূলক ক্ষেত্র : চিত্তবিনােদনমূলক কাজকর্ম, অ্যানিমেশন ও স্পেশাল এফেক্টের সাহায্যে চলচ্চিত্র নির্মাণ কম্পিউটার ছাড়া সম্ভব নয়।
(৬) আবহাওয়ার পূর্বাভাস : কৃত্রিম উপগ্রহগুলি নিয়ন্ত্রিত হচ্ছে সুপার কম্পিউটার দ্বারা। এগুলি দ্বারা গৃহীত তথ্য বিশ্লেষণ করে খুব সহজে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়।
(৭) পরিবহন ব্যবস্থা : রেলওয়ে রিজার্ভেশন সিস্টেম, এয়ারটিকিট বুকিং ইত্যাদি ক্ষেত্রে কম্পিউটার আবশ্যক।
(৮) চিকিৎসা বিজ্ঞান : আধুনিক চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয় এক্সরে, স্ক্যান, আলট্রাসনোগ্রাফি, বাইপাস সার্জারি, চোখের অপারেশন ইত্যাদির ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার অনস্বীকার্য।
(৯) বাণিজ্যিক ও অর্থনৈতিক ক্ষেত্র : বিজ্ঞাপন জগৎ, শেয়ার বাজার, ব্যাংকিং পরিসেবা, আর্থিক লেনদেন, অনলাইন শপিং ইত্যাদি কাজে কম্পিউটারের ব্যবহার খুব গুরুত্বপূর্ণ।
(১০) টেলিভিশন-এর মাধ্যমে শিক্ষার ক্ষেত্র : দূরদর্শন বা টেলিভিশনের মাধ্যমে প্রচারিত হয় কৃষিভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান, দেশ-বিদেশের বিভিন্ন খবর, খেলার খবর, পশুপাখি, জীবজন্তু, প্রাচীন সভ্যতা সম্পর্কে তথ্য। এ ছাড়াও রয়েছে প্রতিদিনের বিভিন্ন ঘটনা, প্রশাসনিক খবর ইত্যাদি যা ছাত্রছাত্রীদের আগ্রহান্বিত করে তুলেছে।
(১১) শিক্ষাক্ষেত্র : শিক্ষাদানের সময় অর্থাৎ শিখনের ক্ষেত্রে, স্বয়ংশিখনের ক্ষেত্রে, শিক্ষণের ক্ষেত্রে কম্পিউটার, টেলিভিশন, বেতার ইত্যাদি প্রযুক্তি সহায়ক উপকরণের ভূমিকা অনস্বীকার্য।
উপরােক্ত ক্ষেত্রগুলি ছাড়াও বর্তমানে আরও অনেক জায়গায় প্রযুক্তিবিদ্যার সাফল্য পরিলক্ষিত হয়, তাই বর্তমানে প্রযুক্তিবিদ্যা ছাড়া সর্বত্রই অচল।
Leave a comment