প্রশ্নঃ হস্তান্তরযোগ্য দলিল কি? বিভিন্ন প্রকার বিনিময়যোগ্য বা হস্তান্তরযোগ্য দলিলের তুলনা কর।

অথবা, প্রমিজরি নোট ও বিল অব একচেঞ্জ এবং চেক এর পার্থক্য কি?

ভূমিকাঃ নগদ টাকা বিনিময়ের প্রধান মাধ্যম হিসেবে কাজ করে। নগদ টাকা ছাড়া ব্যাংক চেক, বাণিজ্যিক হুন্ডি জাতীয় দলিল, প্রমিজরি নোট ইত্যাদিও বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। তবে টাকা ছাড়া অন্যান্য বিনিময়যোগ্য এসকল দলীল যখন ইচ্ছা তখনই নগদ টাকায় রূপান্তর করা যায়।

বিনিময়যোগ্য বা হস্তান্তরযোগ্য দলিল (Negotiable Instrument) কাকে বলেঃ বিনিময়যোগ্য দলিল আইনের ১৩(১) ধারা অনুযায়ী- 

প্রাপকের ইচ্ছা অনুযায়ী কোন ব্যক্তি বা বাহককে প্রদেয় প্রমিজরি নোট, বিল অব এক্সচেঞ্জ এবং চেককে বিনিময়যোগ্য দলিল বা হস্তান্তরযোগ্য দলিল বলে।

[Negotiable Instrument means a promissory note, Bill of exchange, and cheque payable either to order or to bearer.]

বিচারপতি উইলসের মতে- বিনিময়যোগ্য বা হস্তান্তরযোগ্য দলিল এমন একটি দলিল যার ত্রুটিপূর্ণ মালিকানা থাকলেও গ্রহণকারী যদি সরল বিশ্বাসে ও মূল্যের বিনিময়ে গ্রহণ করে তাহলে উত্তম মালিকানা লাভ করে।

প্রমিজরি নোট ও বিল অব একচেঞ্জ এবং চেক এর পার্থক্যঃ নিম্নে প্রমিজরি নোট ও বিল অব একচেঞ্জ এবং চেক এর পার্থক্য উল্লেখ করা হলো-

পার্থক্যের বিষয়

প্রমিজরি নোট

বিল অব একচেঞ্জ

চেক

(১) সংজ্ঞাগত পার্থক্য

অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেয়াকে প্রমিজরি নোট বলে।

ব্যাংককে বা অন্য কোন ব্যক্তিকে অর্থ প্রদানের আদেশ দেয়াকে বিল অব এক্সচেঞ্জ বলে।

শুধু ব্যাংকে অর্থ প্রদানের আদেশকে চেক বলে।

(২) প্রতিশব্দগত পার্থক্য

প্রমিজরি নোটকে ইংরেজিতে Promissory Note বলে।

বিল অব এক্সচেঞ্জকে ইংরেজিতে Bill of exchange বলে।

চেককে ইংরেজিতে Cheque বলে।

(৩) রেখা অংকনগত পার্থক্য

প্রমিজরি নোটে রেখা অংকনের কোন বিধান নেই।

বিল অব এক্সচেঞ্জেও রেখা অংকনের কোন বিধান নেই।

চেকে বিভিন্ন ধরনের রেখা অংকনের বিধান আছে।

(৪) প্ৰদানগত পার্থক্য

প্রমিজরি নোট চাহিবা মাত্র অথবা নির্দিষ্ট সময় পরে প্রদেয় হয়।

বিল অব এক্সচেঞ্জ চাহিবা মাত্ৰ অথবা নির্দিষ্ট সময় পরে প্রদেয় হয়।

চেক সর্বদা চাহিবা মাত্ৰ প্রদেয় হয়।

(৫) স্ট্যাম্প লাগানো

প্রমিজরি নোটে স্ট্যাম্প লাগাতে হয়।

বিল অব এক্সচেঞ্জেও স্ট্যাম্প লাগাতে হয়।

চেকে স্ট্যাম্প লাগাতে হয় না।

(৬) স্বীকৃতিগত পার্থক্য

প্রমজরি নোটের ক্ষেত্রে অর্থ প্রদানের জন্য দায়ী ব্যক্তির স্বীকৃতি প্রয়োজন হয় না৷

বিল অব এক্সচেঞ্জের ক্ষেত্রে অর্থ প্রদানের জন্য দায়ী ব্যক্তির স্বীকৃতি প্রয়োজন হয়।

চেকের ক্ষেত্রে অর্থ প্রদানের জন্য দায়ী ব্যক্তির স্বীকৃতি প্রয়োজন হয় না।

উপসংহারঃ বিশ্ব এখন জ্ঞান-বিজ্ঞানের উন্নত এক স্থানে পৌছে গেছে। সময়ের পরিবর্তসের সাথে তাই ব্যবসা বাণিজ্যের ধরনও অনেক পরিবর্তন হয়েছে। এক সময় মুদ্রা দ্বারা লেনদেন সম্পূর্ণ করা গেলেও বিভিন্ন কারণে বর্তমানে নগদ মুদ্রা দিয়ে সকল প্রয়োজন্য মেটানো সম্ভব হয় না। তাইতো মুদ্রার বিকল্প হিসেবে বিভিন্ন দলিল ব্যবহৃত হয়।