প্রশ্নঃ প্রমিজরি নোট কাকে বলে? একজন প্রমিজরি নোট প্রণেতা কখন দায়-দায়িত্ব থেকে অব্যহতি লাভ করে?

ভূমিকাঃ নগদ টাকা বিনিময়ের প্রধান মাধ্যম হিসেবে কাজ করে। নগদ টাকা ছাড়া ব্যাংক চেক, বাণিজ্যিক হুন্ডি জাতীয় দলিল, প্রমিজরি নোট ইত্যাদিও বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। তবে টাকা ছাড়া অন্যান্য বিনিময়যোগ্য এসকল দলীল যখন ইচ্ছা তখনই নগদ টাকায় রূপান্তর করা যায়।

প্রমিজরি নোট (Promissory Note) বা প্রত্যর্থ পত্র কাকে বলেঃ বিনিময়যোগ্য দলিলের ৪ ধারা অনুযায়ী-

যদি কোন ব্যক্তি নিজের স্বাক্ষরিত দলিল (ব্যাংক নোট অথবা টাকার নোট ব্যতীত) দ্বারা নির্দিষ্ট পরিমাণ অর্থ অন্য কোন ব্যক্তিকে বা বাহককে প্রদান করার নিঃশর্ত প্রতিশ্রুতি দেয় তাহলে তাকে প্রমিজরি নোট বা প্রত্যর্থ পত্র বলে।

যিনি অর্থ পরিশোধ করেন তাকে বলে প্রতিশ্রুতিদাতা।

একজন প্রমিজরি নোট প্রণেতা কখন দায়-দায়িত্ব থেকে অব্যহতি লাভ করেঃ একজন প্রমিজরি নোট প্রণেত যে সকল ক্ষেত্রে দায়-দায়িত্ব থেকে অব্যহতি লাভ করে তা নিম্নে উল্লেখ করা হলো-

(১) অর্থ পরিশোধ করলে : প্রমিজরি নোট এর প্রণেতা মেয়াদ পূরণ হওয়ার পর ধারককে উল্লেখিত অর্থ পরিশোধ করলে দায় মুক্তি ঘটে।

(২) ধারকের ত্রুটির কারণে : ধারকের কোন ত্রুটির কারণে কোন পক্ষ দায়মুক্ত হতে পারে। যেমনঃ যে দলিল উপস্থাপন না করলে অর্থ পরিশোধ করা হয় না, সেই দলিল সময় মত উপস্থাপন না করা।

(৩) দলিলে কোন পরিবর্তন হলে : প্রমিজরি নোট যদি প্রণেতার সম্মতি ছাড়া কোন পরিবর্তন করা হয় তাহলে সংশ্লিষ্ট পক্ষ দায় মুক্তি লাভ করে।

(৪) দলিল থেকে নাম কেটে দেওয়া হলে : প্রমিজরি নোট এর ধারক যদি উক্ত দলিলের স্বীকৃতিকারীকে অব্যহতি প্রদানের জন্য দলিল থেকে তার নাম কেটে দেয় তাহলে উক্ত প্রণেতা দায়মুক্তি লাভ করে।

(৫) ধারক কর্তৃক দায়মুক্তি : দলিল আইনের বিধান অনুযায়ী দলিলের ধারক কোন বিজ্ঞপ্তির মাধ্যমে দলিল প্রস্তুতকারক স্বীকৃতিকারীকে বা অনুমোদনকারী বা স্বত্বপ্রাপ্ত কোন ব্যক্তিকে দায় থেকে অব্যহতি প্রদান করতে পারে।

উপসংহারঃ বিশ্ব এখন জ্ঞান-বিজ্ঞানের উন্নত এক স্থানে পৌঁছে গেছে। সময়ের পরিবর্তসের সাথে তাই ব্যবসা বাণিজ্যের ধরনও অনেক পরিবর্তন হয়েছে। এক সময় মুদ্রা দ্বারা লেনদেন সম্পূর্ণ করা গেলেও বিভিন্ন কারণে বর্তমানে নগদ মুদ্রা দিয়ে সকল প্রয়োজন্য মেটানো সম্ভব হয় না। তাইতো মুদ্রার বিকল্প হিসেবে বিভিন্ন দলিল ব্যবহৃত হয়।