ইংরেজ শাসনাধীন ভারতবর্ষে ১৯১১ খ্রিস্টাব্দে মােহনবাগান ক্লাব (প্রতিষ্ঠা ১৮৮৯) প্রথম ভারতীয় দল হিসেবে আইএফএ শিল্ড প্রতিযােগিতায় বিজয়ী হয়। ১৮৯৩ খ্রিস্টাব্দ থেকে কলকাতায় আইএফএ শিল্ড প্রতিযােগিতা শুরু হলেও মােহনবাগান ক্লাব ১৯০৯-এ প্রথম এতে অংশগ্রহণ করে। ১৯১১- র ১০ জুলাই শিল্ডের খেলা শুরু হয়। প্রথম ম্যাচে সেন্ট জেভিয়ার্স কলেজ দল ৩-০-য় হেরে যায়। গােল করেন অভিলাষ ঘােষ এবং বিজয়দাস ভাদুড়ি। ১৪ জুলাই রেঞ্জার্স ক্লাবকে মােহনবাগান ২-১ গােলে হারিয়ে দেয়। গােলদাতা ছিলেন বিজয়দাস ভাদুড়ি এবং শিবদাস ভাদুড়ি।

এরপর মােহনবাগান কোয়ার্টার ফাইনালে রাইফেল ব্রিগেডকে ১-০ গােলে হারিয়ে দেয়। ২৪ জুলাই মিডলসেক্সের সঙ্গে ডালহৌসি মাঠে ১-১ ড্র করার পরবর্তী ম্যাচে ২৬ জুলাই ৩-০ গােলে মােহনবাগান জয় লাভ করে ফাইনালে চলে যায়। গােল করেন হাবুল সরকার, শিবদাস ভাদুড়ি এবং কানু রায়। শেষ পর্যন্ত ২৯ জুলাই অত্যাচারী ইংরেজদের বিরুদ্ধে খেলার মাঠে জয়ের স্বপ্ন নিয়ে নেমে লাখখানেক দর্শকের সামনে খালি পায়ে দুর্ধর্ষ ফুটবল খেলে ইষ্টইয়র্ক দলের বিরুদ্ধে ২-১ গােলে জিতে চ্যাম্পিয়ন হয় মােহনবাগান। গােল করেন শিবদাস ভাদুড়ি এবং অভিলাষ ঘােষ। খেলার মাঠে বাঙালির সেই অবিশ্বাস্য সংগ্রামে সমগ্র জাতি যেন পরাধীনতার গ্লানি থেকে মুক্ত হয়। এই জয়ের মধ্য দিয়ে স্বাধীনতাকামী পরাধীন জাতি তার লুপ্ত আত্মসম্মানবোেধ ও মর্যাদা ফিরে পায়।

বাংলার কুস্তির ইতিহাসে গােবর গুহের অবদান আলোচনা করো। 

বাঙালির ক্রীড়া ঐতিহ্যে ফুটবলের সূত্রপাত কীভাবে হয়েছিল? এই পর্বের ফুটবলের সঙ্গে কোন্ বিখ্যাত ব্যক্তিত্বের নাম জড়িয়ে আছে? বাংলার ফুটবলের কোন্ ঘটনা, কীভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে উজ্জীবিত করেছিল? 

ফুটবল খেলায় বাঙালির অংশগ্রহণ ও সাফল্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। 

অথবা, বাঙালির ফুটবল চর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও।  

বাঙালির ক্রিকেট সংস্কৃতির পরিচয় লিপিবদ্ধ করাে। 

বাংলার ক্রিকেট খেলার জনকরূপে কে পরিচিত ছিলেন? এই খেলাকে জনপ্রিয় করে তােলার ক্ষেত্রে যেসব বাঙালি ক্রিকেটার বিখ্যাত তাঁদের একজনের সম্বন্ধে তুমি যা জান লেখাে। 

অথবা, আন্তজাতিক স্তরে সুনাম অর্জন করেছেন, এমন একজন বাঙালিক্রীড়াবিদের কৃতিত্বের পরিচয় দাও। 

হকিতে বাঙালির অংশগ্রহণ ও সাফল্যের রূপরেখাটি নির্দেশ করাে। 

স্বাধীনতা-পরবর্তী সময় পর্বে বাঙালির অ্যাথলেটিক্স, লন টেনিস, টেবিল টেনিস, দাবা ও সাঁতার সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে। 

রামায়ণে বর্ণিত কাহিনি অনুসারে দাবা খেলার স্রষ্টা কে? এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। 

কৰাডির ইতিহাস সংক্ষেপে আলােচনা করাে। 

সার্কাস ও ম্যাজিকের দুনিয়ায় বাঙালির অবদান সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে। 

অথবা, ম্যাজিকের ইতিহাস ও বাঙালির অবদান সম্পর্কে আলােচনা করাে 

কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশি সার্কাসের নাম লেখাে। সার্কাসে বাঙালির অবদানের সংক্ষিপ্ত পরিচয় দাও। 

জাদুবিশ্বাস সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে। 

Bangla সব প্রশ্ন উত্তর (দ্বাদশ শ্রেণীর)