দার্শনিক ও মনােবিদগণ প্রত্যক্ষণের কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। এই বৈশিষ্ট্যগুলি হল一
(১) মনোযােগের সঙ্গে নিবিড় সম্পর্কযুক্ত: প্রত্যক্ষণের সঙ্গে মনােযােগের একটি নিবিড় সম্পর্ক থাকে। কারণ মনােযােগ ছাড়া সংবেদন ব্যাখ্যা করা যায় না।
(২) ব্যক্তিভেদে পৃথক: প্রত্যক্ষণ সব ব্যক্তির ক্ষেত্রে একই রকম হয় না। অর্থাৎ একই বস্তু বা ঘটনার নিরিখে বিভিন্ন ব্যক্তির প্রত্যক্ষণ ভিন্ন হয়।
(৩) পুনরুৎপাদনমূলক প্রক্রিয়া: প্রত্যক্ষণ হল একটি পুনরুৎপাদনমূলক মানসিক প্রক্রিয়া পূর্বের প্রত্যক্ষ বর্তমান সংবেদনের অনুষঙ্গী হওয়ায় অভিজ্ঞতাটির পুনরুৎপাদন ঘটে।
(৪) জ্ঞানমূলক প্রক্রিয়া: প্রত্যক্ষণ হল একটি জ্ঞানমূলক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার দ্বারা কোনাে বস্তু বা ঘটনার অস্তিত্ব সম্পর্কে অবগত হওয়া যায়।
(৫) সক্রিয়তামূলক প্রক্রিয়া: প্রত্যক্ষণ একটি সক্রিয় মানসিক প্রক্রিয়া ব্যক্তির সক্রিয়তা ছাড়া প্রত্যক্ষ সম্ভব নয়।
(৬) নির্বাচনমূলক প্রক্রিয়া: প্রত্যক্ষণ হল একটি নির্বাচনমূলক প্রক্রিয়া। কেননা অসংখ্য উদ্দীপকের মধ্য থেকে নির্দিষ্ট একটি উদ্দীপককে নির্বাচন করা হয়।
(৭) অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কযুক্ত: প্রত্যক্ষণের সঙ্গে অভিজ্ঞতার নিবিড় সম্পর্ক বর্তমান। যে-কোনাে বস্তু বা ঘটনার প্রত্যক্ষণে অতীত এবং বর্তমান উভয় প্রকার অভিজ্ঞতাই যুক্ত হয়।
(৮) পটভূমির সঙ্গে সম্পর্ক: প্রত্যক্ষপ ঘটার সময় কোনাে বস্তুকে বিশেষ পটভূমিতে অবয়বরূপে প্রত্যক্ষ করা হয়।
(৯) স্মৃতি: প্রত্যক্ষণ একটি পুনরুপাদনমূলক প্রক্রিয়া হওয়ায় স্মৃতি এখানে বিশেষ ভূমিকা পালন করে।
ওপরের আলােচনা থেকে বলা যায় যে, প্রত্যক্ষণ একটি জটিল প্রক্রিয়া। এটি উদ্দীপনাকে কেন্দ্র করে শুরু হয় এবং সংবেদনের অর্থবহ রূপ নিয়ে শেষ হয়। এটি সংবেদন ও পূর্ব অভিজ্ঞতার সংমিশ্রণ।
বিকাশের প্রক্রিয়া হিসেবে শিখন ও পরিণমনের সম্পর্ক আলােচনা করাে।
সংবেদন কী? সংবেদনের দুটি সংজ্ঞা লেখাে। সংবেদনের উপাদানগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও।
সংবেদনের বৈশিষ্ট্যগুলি লেখাে। অথবা, সংবেদনের শ্রেণিবিভাগ করাে।
সংবেদনের ধর্মগুলি বা লক্ষণসমূহ সংক্ষেপে বর্ণনা করাে। জ্ঞানলাভের প্রক্রিয়া হিসেবে সংবেদনের স্বরূপ বিবৃত করাে।
দৈহিক সংবেদন কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখাে। পেশি-সংবেদন কাকে বলে? এর তিনটি বিভাগের সংজ্ঞা দাও।
বিশেষ সংবেদন বা ইন্দ্রিয় সংবেদন কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখাে।
প্রত্যক্ষণ বলতে কী বােঝায়? প্রত্যক্ষণের দুটি সংজ্ঞা লেখো। প্রত্যক্ষণের মনােবৈজ্ঞানিক বিশ্লেষণ সংক্ষেপে লেখাে।
Leave a comment