কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত প্রকাশকে ঐ মৌলের প্রতীক বলে। 

যেমনঃ অক্সিজেনের প্রতীক O.

প্রতীক হতে সংশ্লিষ্ট মৌল সম্পর্কে যা কিছু জানা যায় তাকেই প্রতীকের তাৎপর্য বলে। 

প্রতীকের তাৎপর্য হলো- 

১. প্রতীক মৌলিক পদার্থের নামকে সংক্ষেপে প্রকাশ করে।

২. প্রতীক দিয়ে মৌলের একটি পরমাণুকে প্রকাশ করা হয়। 

৩. কোন মৌলের পারমাণবিক ভর যত হয়, মৌলের প্রতীক দ্বারা তত ভাগ ভরের মৌলকে বোঝায়।