প্রতিস্থাপন বিক্রিয়াঃ  কোন অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোন কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে।

 

যেমনঃ সালফিউরিক এসিডের সাথে সোডিয়াম ধাতু বিক্রিয়া করে সোডিয়াম সালফেট ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। 

এখানে হাইড্রোজেনের সক্রিয়তা সোডিয়ামের থেকে কম হওয়ায় সোডিয়াম হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে সোডিয়াম সালফেট গঠন করে।

2Na + H₂SO₄ ——>Na₂SO₄ +H₂

 

অপরদিকে, যেসব ধাতুর সক্রিয়তা হাইড্রোজেন থেকে কম {যেমনঃ কপার(Cu), সিলভার(Ag), মার্কারি(Hg), প্লাটিনাম(Pt), গোল্ড(Au)} তারা এসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না।
যেমনঃ কপার, নাইট্রিক এসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না।

Cu + HNO₃ —–> কোন বিক্রিয়া হয় না।