প্রশ্নঃ সংক্ষেপে প্রতিবন্ধ ও রেস জুডিকাটার মধ্যে পার্থক্য দেখাও। 

প্রতিবন্ধ ও রেস জুডিকাটার মধ্যে পার্থক্যঃ রেসজুডিকাটা ও প্রতিবন্ধের মধ্যে নিম্নোক্ত পার্থক্য পরিলক্ষিত হয়-

(১) দেওয়ানী কার্যবিধির ১১ ধারায় রেসজুডিকাটার বিধান রয়েছে। পক্ষগণের মধ্যে বিচারে নিষ্পত্তিকৃত মামলা পুনরায় বিচারের জন্য আদালতে আনয়নে রেসজুডিকাটা বাধা প্রদান করে। পক্ষান্তরে, সাক্ষ্য আইনের ১১৫ ধারায় বর্ণিত স্বীকৃতির প্রতিবন্ধকতা বা নিবৃত্তির নীতি দুটি পরস্পর-বিরোধী বক্তব্য পেশ করা হতে পক্ষগণ বিরত রাখে।

(২) রেসজুডিকাটা জননীতি বা সর্বজনীন কল্যাণমূলক নীতির উপর প্রতিষ্ঠিত। অপরদিকে, প্রতিবন্ধকতা সাক্ষ্য আইনের একটা নীতি যার উপর ভিত্তি করে কোন মামলা দায়ের করা যায় না।

(৩) রেসজুডিকাটা আদালতের সিদ্ধান্তের উপর প্রতিফলন ঘটায়। অপরদিকে প্রতিবন্ধকতা পক্ষগণের, সাক্ষ্য প্রদানের ব্যাপারে অর্থাৎ আচরণের উপর প্রতিফলন ঘটায়।

রেসজুডিকাটা ও প্রতিবন্ধের মধ্যে মোটামুটি এগুলিই হচ্ছে পার্থক্য।