কোন যৌগের আলোক সক্রিয়তা যে যন্ত্রের সাহায্যে সনাক্তকরণ ও পরিমাপ করা হয় সে যন্ত্রকে পোলারিমিটার বলা হয়। 

পোলারিমিটার যন্ত্রটি হল একবর্ণী আলোর উৎস ও পোলারাইজার নামক প্রথম লেন্স, পোলারিমিটার নল ও এনালাইজার নামক দ্বিতীয় লেন্স এর সমন্বয়ে গঠিত। 

পোলারাইজার ও এনালাইজার এর মাঝখানে আলোক সক্রিয় যৌগের দ্রবণ রাখার জন্য একটি পোলারিমিটার নল থাকে।