একবর্ণী আলোককে নিকেল প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরিত হতে দিলে শুধুমাত্র এক সমতলে লম্বভাবে স্পন্দিত আলোকরশ্মি পাওয়া যায়। একবর্ণী আলোর অসংখ্য সমতল থেকে এক সমতলীয় আলোর ছাঁকন প্রণালীকে পোলারাইজেশন বলে।