উচ্চতর হাইড্রোকার্বনকে বিভিন্ন পেট্রোকেমিক্যাল শিল্পে বিযোজিত করে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড ইত্যাদি বিভিন্ন জৈব যৌগ ও প্লাস্টিক তৈরি করা হয়।
বিযোজন বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন অ্যালকেন থেকে মোম ও রাস্তা পাকা করার জন্য ব্যবহৃত পিচ তৈরি করা হয়।
এছাড়াও বিযোজন বিক্রিয়ার মাধ্যমে ডিজেল কে পেট্রোলে পরিণত করা যায়। এছাড়াও উচ্চতর হাইড্রোকার্বন কে ভেঙ্গে অ্যালকিন ও হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করা হয়।
C₁₆H₃₄ ——–> C₈H₁₈ + 4C₂H₄
Leave a comment