পৃথিবীর প্রধান প্রধান কাস্ট অঞ্চল
সারা পৃথিবী জুড়ে প্রধান প্রধান কাস্ট অঞ্চলগুলি বিক্ষিপ্তভাবে বিভিন্ন দেশ ও মহাদেশে বিস্তৃত। যথা一
-
ইউরােপে অ্যাড্রিয়াটিক সাগরের তীরবর্তী ক্রোয়েশিয়া, বসনিয়া হার্জেগােভিনা ও সার্বিয়ায়, দক্ষিণ ফ্রান্সের কসেস, ব্রিটিশ যুক্তরাজ্যের ইয়র্কশায়ার, ডার্বিশায়ার।
-
আমেরিকা যুক্তরাষ্ট্রের টেক্সাস, নিউ মেক্সিকো, কেন্টাকি ও ইন্ডিয়ানা প্রদেশ।
-
কিউবা ও জামাইকার ককপিট অঞ্চল।
-
চিনের কোয়াংসি ও ইউনান প্রদেশ।
-
অস্ট্রেলিয়ার ব্লু পার্বত্য অঞ্চল।
-
ভিয়েতনামের বিভিন্ন অঞ্চল।
-
ভারতের উত্তরাঞ্চলের দেরাদুন, মধ্যপ্রদেশের পাঁচমারি, অন্ধ্রপ্রদেশের কেড প্রভৃতি অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে কাস্ট ভূমিরূপ গড়ে উঠেছে।
কাস্ট ভূমিরূপ গঠনের শর্তসমূহ
[1] দ্রবণীয় শিলান্তরের উপস্থিতি : ভূপৃষ্ঠ বা তার ঠিক নীচে পুর দ্রবণীয় শিলাস্তরের উপস্থিতি একান্ত প্রয়ােজন।
[2] বিশুদ্ধ চুনাপাথরে গঠিত শিলান্তর : শিলাস্তরটি বিশুদ্ধ চুনাপাথরের হওয়া বাঞ্ছনীয়। এতে ক্যালশিয়াম কার্বনেটের মাত্রা 40 শতাংশের বেশি হওয়া প্রয়ােজন। শিলাস্তরটি ঘন, পুরু, অসংখ্য দারণযুক্ত হওয়া দরকার। কারণ, শিলার দারণ জলের প্রবাহকে অব্যাহত রাখতে সাহায্য করে।
[3] পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত : মাঝারি থেকে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত হওয়া প্রয়ােজন। বার্ষিক বৃষ্টিপাত 30 সেমির কম হলে দ্রবণ প্রক্রিয়া ব্যাহত হয়।
[4] সমুদ্র থেকে উচ্চে অবস্থিত ডূডাগ : দ্রাব্য শিলাস্তরটি সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চে অবস্থিত হওয়া প্রয়ােজন।
[5] নদীর উপস্থিতি : দ্রাব্য শিলাস্তরটি অদ্রাব্য শিলাস্তর দ্বারা ঢাকা থাকলে ওই অঞ্চলে কর্তিত নদী থাকা প্রয়ােজন। কারণ নদী ওপরের অদ্রাব্য স্তরটি কেটে দ্রাব্য স্তরকে উন্মুক্ত না করলে কাস্ট ভূমিরূপ যথাযথভাবে গড়ে উঠতে পারে না।
Leave a comment