পুনরুদ্রেক ও প্রত্যভিজ্ঞার মধ্যে পার্থক্য
পুনরুদ্রেক
(1) অভিজ্ঞতাকে মনে করাকে বলে পুনরুদ্রেক।
(2) এটি শিখনের দ্বিতীয় স্তর হিসেবে পরিচিত।
(3) এটি অপেক্ষাকৃত জটিল মানসিক প্রক্রিয়া।
(4) পুনরুদ্রেক বলতে বােঝায় মনে করা।
(5) এখানে কোনাে বস্তুু দেওয়া থাকে না, স্মরণ করতে হয়।
(6) ব্যক্তি স্মরণ করে এবং চিনতে পারে।
(7) শিক্ষার্থীকে সিপাহী বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল প্রশ্ন করা হলে তারা মনে করবে এটা পুনরুদ্রেক।
প্রত্যভিজ্ঞা
(1) পূর্বাৰ্জিত অভিজ্ঞতা তার প্রতিরূপের সাহায্যে পুনরুত্থাপিত হলে তাকে প্রত্যভিজ্ঞা বলা হয়।
(2) এটি শিখনের তৃতীয় স্তর নামে পরিচিত।
(3) এটি অপেক্ষাকৃত সহজ মানসিক প্রক্রিয়া।
(4) প্রত্যভিজ্ঞা বলতে বােঝায় চেনা।
(5) এখানে বস্তুটি দেওয়া থাকে তাকে চিনে নিতে হয়।
(6) এক্ষেত্রে ব্যক্তি স্মরণ করতে পারলেও চিনতে পারে। যেমন- অনেকসময় কোনাে বস্তুর নাম মনে করতে না। পারলেও অনেক নামের মধ্যে তার নামটি চিনতে পারা যায়।
(7) শিক্ষার্থীকে শিক্ষক- শিক্ষিকা কয়েকটি খ্রিস্টাব্দ দিয়ে বলল এর মধ্যে কোন্ খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ হয়েছিল? শিক্ষার্থীরা খ্রিস্টাব্দগুলির মধ্য থেকে প্রকৃত খ্রিস্টাব্দটি চিনে নেবে।
অনুরাগ বা আগ্রহের সংজ্ঞা দাও। এর শ্রেণিবিভাগ করাে।
মনোযোগ আকর্ষণের উপায় | মনােযােগের কয়েকটি বিকর্ষক | শিক্ষায় মনােযােগের ভূমিকা
Leave a comment