পিপেটের উপরের মুখে প্লাস্টিকের তৈরি একটি বড় আকারের যে বায়ু বাল্ব যুক্ত থাকে, তাকে পিপেট ফিলার বলা হয়।

 

পিপেটের মাথায় ফিলারটিকে স্থাপন করে চাপ প্রয়োগের মাধ্যমে পিপেটের মধ্যে তরলকে সহজে উঠানো যায়। 

পরীক্ষাগারে কোন দ্রবনকে পিপেটের সাহায্যে স্থানান্তরের সময় মুখ দিয়ে টেনে পিপেটে পূর্ণ করে স্থানান্তর করা হয়। এভাবে মুখ দিয়ে টানলে রাসায়নিক পদার্থ গুলি হঠাৎ মুখের ভিতরে প্রবেশ করতে পারে। যা মারাত্মক ঝুঁকিপূর্ণ। 

এ থেকে রক্ষা পাওয়ার জন্য পিপেট ফিলার ব্যবহার করা হয়। 

তবে পরীক্ষাগারে Tri-volve pump পিপেট ফিলারটি অধিক ব্যবহার করা হয়।