পারমাণবিক সংখ্যাঃ  কোন মৌলের নিউক্লিয়াসে অবস্থিত মোট প্রোটন সংখ্যাকে ঐ মৌলের পারমাণবিক সংখ্যা বলে।
যেমনঃ সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন আছে 11 টি। কাজেই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11. 

বিজ্ঞানী মোসলে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন। পারমানবিক সংখ্যাকে Z দ্বারা প্রকাশ করা হয়।

ভরসংখ্যাঃ  কোন মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভরসংখ্যা বলা হয়।
ভর সংখ্যাকে A দ্বারা প্রকাশ করা হয়। A = Z + n. Z = পারমাণবিক সংখ্যা, n = নিউট্রন সংখ্যা। ভরসংখ্যাকে আবার নিউক্লিয়ন সংখ্যাও বলে।