পাবনা সিভিল সার্জন স্বাস্থ্য সহকারী পরীক্ষার প্রশ্ন সমাধান
আজ ১০ মে ২০২৪ সালে পাবনা সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষা সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।
এখন এই ব্লগ পোস্টে সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষা প্রশ্ন ও নির্ভুল সমাধান দেওয়া হবে।
আপনি যদি উক্ত পরীক্ষা দিতে অংশগ্রহণ করে থাকেন নিচে প্রশ্ন সমাধান সম্পর্কিত আর্টিকেল আপনার হাতের নাগালে পেলে খুব খুশি হবেন। সেই আঙ্গিকেই প্রশ্নগুলো সাজানো হয়েছে এবং সমাধান গুলো প্রস্তুত করা হয়েছে। সাথে থাকুন পড়ুন দেখে নিন সঠিক সমাধান গুলো।
পাবনা সিভিল সার্জনের নিয়োগ পরীক্ষার প্রশ্ন নির্ভুল সমাধান
১। Writter of ‘Othelo’?
a) William Shakespeare
b) Arnold Robert
c) Henry Wordsworth
d) None
Answer: a) William Shakespeare
২। ‘Shylock’ character is from
a) The Merchant of Venice
b) Othelo
c) Hamlet
d) Macbeth
Answer: a) The Merchant of Venice
৩। Middle age of English literature is
a) 1066-1500
b) 1501-1700
c) 550-1000
d) None
Answer: a) 1066-1500
৪। Who is the father of English literature?
a) Geoffrey chaucer
b) William Shakespeare
c) Henry Wordsworth
d) Geoffrey Rowl
Answer: a) Geoffrey chaucer
৫। “The sands of dee”
a) Poem
b) History book
c) Story
d) None
Answer: a) Poem
৬। Which one is not tragic?
a) The Merchant of Venice
b) Othelo
c) Hamlet
d) Romeo and Juliet
Answer: a) The Merchant of Venice
৭। What is the translation of “ভিন্ন ভিন্ন লোকের ভিন্ন ভিন্ন মত”
a) Different men different opinions
b) Many men many mind
c) Many man so many minds
d) More men different opinions
Answer: b) Many men many mind
৮। What is the translation of “সপাং সপাং করে চাবুক পড়ল”
a) Stick to air
b) Smack went the whip
c) Smack goes to the whip
d) All the above
Answer: b) Smack went the whip
৯। Don’t utter this any more – এর বাংলা অনুবাদ
a) তার মুখ বড় খারাপ
b) সে এ কথা মুখে আনে না।
c) এ কথা আর মুখেও আনিওনা
d) এ কথা বার বার বল
Answer: c) এ কথা আর মুখেও আনিওনা
১০। Hurry up এর বাংলা অনুবাদ-
a) কথা ঢালাও
b) কলম চালাও
c) হাত চালাও
d) কোনটিই নয়
Answer: c) হাত চালাও
১১। শয্যাশায়ী এর ইংরেজি
a) Bedridden
b) Confined to bed
c) a & b
d) None
Answer: a) Bedridden
১২। বাঘের ডাক-
a) Growl
b) Coo
c) Howl
d) Bark
Answer: a) Growl
১৩। Appropriate Preposition: He abides….. me
a) To
b) With
c) At
d) On
Answer: b) With
১৪। Appropriate Preposition: The police aimed…the robber
a) At
b) Before
c) To
d) On
Answer: a) At
১৫। Correct spelling…
a) Appear
b) Appaer
c) Appair
d) Appeer
Answer: a) Appear
১৬। Meaning of the phrase: Bolt from the blue
a) বিনা মেঘে বজ্রপাত
b) বজ্রপাতহীন ঝড়
c) বজ্রপাতযুক্ত ঝড়
d) কোনটিই নয়
Answer: a) বিনা মেঘে বজ্রপাত
১৭। Meaning of the phrase: Carry on
a) চালিয়ে যাওয়া
b) পালিয়ে যাওয়া
c) গ্রহণ করা
d) বহন করা
Answer: a) চালিয়ে যাওয়া
১৮। পরিবর্তে
a) In Accordance with b) In lieu of
c) Instead of
d) b+c
Answer: d) b+c
১৯। Interrogative of ‘Everyone hates a liar’
a) Who doesn’t hate a liar?
b) Is anyone hate a liar ?
c) Who doesn’t love a liar ?
d) None
Answer: a) Who doesn’t hate a liar?
২০। Fill in the gap: My hair very fast
a) Grow
b) Grows
c) a & b
d) None
Answer: b) Grows
২১। Imperative form of: He plays ball.
a) Let him play ball
b) Do not play ball
c) a & b
d) None
Answer: a) Let him play ball
২২। Appropriate article He is…. one eyed man
a) A
b) An
c) The
d) None
Answer: a) A
২৩। Which is the correct sentence?
a) I see a bird
b) I am seeing a bird
c) I see a bird yesterday
d) None
Answer: b) I am seeing a bird
২৪। Example of past perfect tense
a) He had finished the work
b) He had done the work
c) The bell had
d) All of the above
Answer: a) He had finished the work
২৫। Example of exclamatory sentence
a) It’s a nice dress
b) Alas I am undone
c) How time does fly
d) b + c
Answer: d) b + c
২৬। Plural of Calf
a) Calves
b) Calfs
c) Calf
d) None
Answer: a) Calves
২৭। Appropriate preposition. We hit…. a plan
a) Upon
b) With
c) Under
d) Down
Answer: a) Upon
২৮। I am glad……… your help
a) With
b) Of
c) On
d) To
Answer: d) To
২৯। Synonym of ‘Glory in.’
a) Proud of
b) Grateful to
c) a & b
d) None
Answer: c) a & b
৩০। Which one is correct spelling
a) Orphanage
c) Orpanage
b) Orphenage
d) None
Answer: a) Orphanage
৩১। Which one is correct spelling
a) Cheapest
b) Chipest
c) a & b
d) None
Answer: a) Cheapest
৩২। প্রথম ম্যালেরিয়া টিকা প্রদান করা হবে কত সালে?
ক) ২০২৪
খ) ২০২৫
গ) ২০২৬
ঘ) ২০২৭
উত্তরঃ ক) ২০২৪
৩৩। জনপ্রশাসনে ইন্টার্নশিপ উদ্ভোধন করা হয় কত জনকে নিয়ে?
ক) ৮
খ) ১০
গ) ১২
ঘ) ১৪
উত্তরঃ খ) ১০
৩৪। মোবাইল ফোনে কোন প্রজন্ম হতে MMS?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ
উত্তরঃ খ) দ্বিতীয়
৩৫। জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য শর্টকোড কোনটি?
ক) ১৬১৫২
খ) ১৬২৬৩
গ) ৩৩৩
ঘ) ১০৬
উত্তরঃ ক) ১৬১৫২
৩৬। বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপিত হয়?
ক) ১৯৭১ সালে
খ) ১৯৬২ সালে
গ) ১৮৬২ সালে
ঘ) ১৮৭১ সালে
উত্তরঃ খ) ১৯৬২ সালে
৩৭। বর্তমান মন্ত্রিসভায় নারী মন্ত্রি কত জন?
ক) ৪
খ) ৫
গ) ৭
ঘ) ৮
উত্তরঃ ঘ) ৮
৩৮। সার্বজনীন পেনশন ব্যবস্থায় বর্তমান স্কিম কয়টি?
ক) ৪
খ) ৫
গ) ৭
ঘ) ৮
উত্তরঃ খ) ৫
৩৯। ২০২৪ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে কতজন?
ক) ১০
খ) ১২
গ) ১৪
ঘ) ১৬
উত্তরঃ ক) ১০
৪০। কারাগারের রোজ নামচা সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়েছে?
ক) হিন্দি
খ) উর্দু
গ) জাপান
ঘ) আরবী
উত্তরঃ ঘ) আরবী
৪১। মুক্তিযোদ্ধা দিবস কবে?
ক) ১ ডিসেম্বর
খ) ২ ডিসেম্বর
গ) ৩ ডিসেম্বর
ঘ) ৪ ডিসেম্বর
উত্তরঃ ক) ১ ডিসেম্বর
৪২। খাদ্য পিরামিডের কয়টি স্তর?
ক) ২
গ) ৪
খ) ৩
ঘ) ৫
উত্তরঃ ঘ) ৫
৪৩। দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত সর্বকনিষ্ঠ সদস্যের বয়স কত?
ক) ২৬
খ) ২৭
গ) ২৮
ঘ) ২৯
উত্তরঃ গ) ২৮
৪৪। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয় কবে?
ক) ২১ ফেব্রুয়ারী ১৯৬৯
খ) ২২ ফেব্রুয়ারী ১৯৬৯
গ) ২৩ ফেব্রুয়ারী ১৯৬৯
ঘ) ২৪ ফেব্রুয়ারী ১৯৬৯
উত্তরঃ গ) ২৩ ফেব্রুয়ারী ১৯৬৯
৪৫। বর্তমানে বাংলাদেশে কোন ক্যান্সারের প্রতিরোধক টিকা দেয়া হচ্ছে?
ক) স্তন
খ) জরায়ু
গ) ফুসফুসের
ঘ) পায়ুপথ
উত্তরঃ খ) জরায়ু
৪৬। সম্প্রসারিত টিকাদান কর্মসূচীতে কয়টি টিকা প্রদান করা হয়?
ক) ৬
খ) ৮
গ) ১০
ঘ) ১২
উত্তরঃ গ) ১০
৪৭। গর্ভকালীন বিপদচিহ্ন নয় কোনটি?
ক) বিলম্বিত প্রসব
খ) মাথাঘোরা
গ) জ্বর
ঘ) রক্তস্রাব
উত্তরঃ খ) মাথাঘোরা
৪৮। ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে?
ক) পাবনা
খ) গাইবান্ধা
গ) নাটোর
ঘ) কুড়িগ্রাম
উত্তরঃ ঘ) কুড়িগ্রাম
৪৯। সম্প্রতি কোন দেশের একজন রোগীকে শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউট এ চিকিৎসা প্রদান করে সুস্থ করা হয়?
ক) নেপাল
খ) ভুটান
গ) মালদ্বীপ
ঘ) সিয়েরালিয়ন
উত্তরঃ খ) ভুটান
৫০। E-mail আবিষ্কৃত হয় কত সালে?
ক) ১৯৭০
খ) ১৯৭১
গ) ১৯৭৩
ঘ) ১৯৭৪
উত্তরঃ খ) ১৯৭১
৫১। মোবাইল ফোনে কোন প্রজন্ম হতে MIMS চালু হয় ?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ
উত্তরঃ খ) দ্বিতীয়
৫২। কোনটি অধিক ভারী?
ক) ১ কেজি লোহা
খ) ১ কেজি তুলা
গ) কোনটিই নয়
ঘ) উভয় সমান
উত্তরঃ ঘ) উভয় সমান
৫৩। প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত।
ক) রাজশাহী
খ) চাঁপাই নবাবগঞ্জ
গ) নওগাঁ
ঘ) কোনটিই নয়
উত্তরঃ খ) চাঁপাই নবাবগঞ্জ
৫৪। বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রবর্তক
ক) সেলিম আল দীন
খ) নাসির উদ্দিন ইউসুফ
গ) মামুনুর রশীদ
ঘ) নির্মলেন্দু গুণ
উত্তরঃ ক) সেলিম আল দীন
৫৫ । কারাগারের রোজ নামচা সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়েছে-
ক) হিন্দি
খ) আরবি
গ) উর্দু
ঘ) জাপানি
উত্তরঃ খ) আরবি
৫৬। পর্তুগীজ শব্দ নয় কোনটি?
ক) আনারস
খ) আলপিন
গ) কার্তুজ
ঘ) গির্জা
উত্তরঃ গ) কার্তুজ
৫৭। উষ্মধ্বনি কোনটি?
ক) হ
খ) ক
গ) ছ
ঘ) ষ
উত্তরঃ ঘ) ষ
৫৮। নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ
ক) মনীষা
খ) সংস্কার
গ) দুস্থ
ঘ)
উত্তরঃ ক) মনীষা
৫৯। কোন শব্দ দ্বারা কেবল পুরুষ বোঝায়?
ক) জন
খ) ঢাকী
গ) গুরু
ঘ) শিশু
উত্তরঃ খ) ঢাকী
৬০। মধ্যপদলোপী কর্মধারয় কোনটি ?
ক) মনমাঝি
খ) সিংহপুরষ
গ) তুষারশুভ্র
ঘ) সাহিত্যসভা
উত্তরঃ ঘ) সাহিত্যসভা
Leave a comment