আমরা জানি যে সব রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপোৎপাদী বিক্রিয়া বলে। বিক্রিয়কের  মোট বন্ধন  ভাঙ্গন শক্তি থেকে উৎপাদের  মোট বন্ধন গঠন শক্তি কম হলে  বিক্রিয়াটি  তাপোৎপাদী হয়।
   
     

CaO+H₂O ——> Ca(OH)₂ + তাপ

চুন পানিতে মেশালে তাপ উৎপন্ন হয়। কারণ চুন ও পানির মোট বন্ধন ভাঙ্গন শক্তির চেয়ে উৎপাদ এর বন্ধন গঠন শক্তি কম। বিক্রিয়কের মোট বন্ধন ভাঙ্গন শক্তি উৎপাদ গঠনে ব্যয় হওয়ার পর অতিরিক্ত শক্তি নির্গত হয়। 

এ কারণে পানিতে চুন যোগ করলে তাপ উৎপন্ন হয়।