পরীক্ষাগারে তাপ প্রদানের জন্য পাইরেক্স বা শক্ত গ্লাস ব্যবহার করা হয়।
জিংক অক্সাইড ও বেরিয়াম বোরো সিলিকেটের মিশ্রণ দিয়ে পাইরেক্স গ্লাস তৈরি করা হয়।
কনিক্যাল ফ্লাস্ক, মেজারিং সিলিন্ডার, বুরেট, পিপেট, বিকার, গোলতলী ফ্লাস্ক ইত্যাদি পাইরেক্স গ্লাস দ্বারা তৈরি।
অপরদিকে, পরীক্ষাগারে যেসব যন্ত্রপাতিকে তাপ দেওয়ার প্রয়োজন হয় না সেগুলো সাধারনত soft গ্লাস বা কোমল গ্লাস দ্বারা তৈরি।
soft গ্লাসের মূল উপাদান ক্যালসিয়াম বা সোডিয়াম সিলিকেটের মিশ্রণ।
soft গ্লাসের তৈরি যন্ত্রপাতি হলো রিয়েজেন্ট বোতল, লিবিগ শীতক, ফানেল, ওয়াচ গ্লাস, কাচনল ইত্যাদি।
Leave a comment