পল বুঙ্গি ব্যালেন্সের সাহায্যে কোন রাসায়নিক নমুনার ওজন পরিমাপ করার জন্য প্রথমে ব্যালেন্সকে একটি সমতল স্থানের উপর বসাতে হবে। এরপর ব্যালেন্সের বেদির নিচে সমন্বয়কারী স্ক্রু ঘুরিয়ে ব্যালেন্সকে সমন্বয় করতে হবে।
এরপর হ্যান্ডেলের সাহায্যে পাল্লা দুটিকে বেদী থেকে সামান্য উপরে উঠানোর পর পাল্লা দুটিকে স্থির করে নিতে হবে। রাইডারকে বীমের শূণ্য দাগে রেখে তুলাদন্ডের সমন্বয়কারী স্ক্রু ঘুরিয়ে পাল্লা দুটিকে স্থির কর হয়। এরপর বাম পাল্লায় প্রয়োজনীয় নমুনা এবং ওজন বক্স থেকে চিমটার সাহায্যে ডান পাল্লায় প্রয়োজনীয় বাটখারা যোগ করা হয়। তারপর রাইডারটিকে প্রয়োজনমতো সরিয়ে পাল্লাকে সমতা করা হয়। ডান পাল্লায় যোগ করা বাটখারা মোট ওজন খাতায় লিপিবদ্ধ করতে হবে। তার সাথে রাইডারটিকে বীমের স্কেলের কত দাগ সরানো হয়েছে সেটিও খাতায় লিপিবদ্ধ করতে হবে।
পল বুঙ্গি ব্যালেন্সে নমুনার ওজন
= (বাটখারার মোট ভর গ্রাম এককে) + (বীমে স্কেলের দাগ সংখ্যা) x (রাইডার ধ্রুবক)।
এভাবে পল বুঙ্গি ব্যালেন্সের সাহায্যে কোন রাসায়নিক নমুনার ওজন পরিমাপ করা হয়।
Leave a comment