যেসব অক্সাইডে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক অক্সাইডের থেকে বেশি থাকে কিন্তু লঘু এসিডের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন পার অক্সাইড উৎপন্ন করে না তাদের পলি অক্সাইড বলে। এরা জারক হিসেবে ক্রিয়া করে।
যেমনঃ MnO₂ ; PbO₂ ইত্যাদি।
এরা এসিডের বিক্রিয়া করে পার অক্সাইড গঠন করে না।
2PbO₂ + 4HCl —->2PbCl₂ + 2H₂O + O₂
Leave a comment